আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুলকে আগামী টি ২০ বিশ্বকাপে চার নম্বরে নামানো হোক। সঙ্গে উইকেটকিপিং তো আছেই। এমনটাই মন্তব্য করলেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন।
প্রসঙ্গত চলতি আইপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। টি২০ ক্রিকেটে নির্বাচকদের হাতে এখন রয়েছে প্রচুর বিকল্প। আছেন পন্থ, স্যামসন, ধ্রুব জুড়েল, ঈষান কিষানরা।
এটা ঘটনা ২০২২ টি২০ বিশ্বকাপের পর রাহুলকে আর বিশ্বকাপের জন্য ভাবা হয়নি। কিন্তু একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে তিনি ফিরে এসেছেন। তাই পিটারসেন বলেছেন, ‘আমি লোকেশ রাহুলের হয়েই কথা বলব। কারণ ভারতীয় দলে ওপেন করার মতো অনেক ক্রিকেটার রয়েছে। কিন্তু রাহুল এখন যেভাবে খেলছে তাতে টি২০ ক্রিকেটে রাহুলকে চার নম্বরে খেলানো উচিত।’
তবে এটাও মানতে হবে সীমিত ওভারের ক্রিকেটে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিত লোকেশ রাহুল দলকে যথেষ্ট নির্ভরতা দিয়েছেন। উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন। আর তাই পিটারসেন বলছেন, ‘গত বছর থেকেই রাহুল দারুণ খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ শেষ করে আসছে। আর তাই আমি তো বলব রাহুলকে দেশের হয়ে আরও বেশি টি২০ খেলতে দেওয়া উচিত।
প্রসঙ্গত, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
