আজকাল ওয়েবডেস্ক: আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন জসপ্রিত বুমরা। মহিলাদের বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। তিনি ভারতের মহিলা দলের সহ অধিনায়ক। এবারই প্রথম মান্ধানা মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন।
টি২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন বুমরা। পান ১৫ উইকেট। আর মান্ধানা দক্ষিণ আফ্রিকা সিরিজে ঝুড়ি ঝুড়ি রান করেছেন।
রোহিত শর্মা ও আফগান উইকেটরক্ষক রহমনুল্লা গুরবাজকে টপকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন বুমরা। আর মান্ধানা টপকে গেছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ার ও শ্রীলঙ্কার ভিস্মি গুণরত্নেকে।
সেরার পুরস্কার পেয়ে খুশি বুমরা বলেছেন, ‘আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আপ্লুত। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। দল হিসেবে সাফল্য পেয়েছি। সঙ্গে ব্যক্তিগত সাফল্য আরও খুশি দিয়েছে।
টি২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন বুমরা। পান ১৫ উইকেট। আর মান্ধানা দক্ষিণ আফ্রিকা সিরিজে ঝুড়ি ঝুড়ি রান করেছেন।
রোহিত শর্মা ও আফগান উইকেটরক্ষক রহমনুল্লা গুরবাজকে টপকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন বুমরা। আর মান্ধানা টপকে গেছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ার ও শ্রীলঙ্কার ভিস্মি গুণরত্নেকে।
সেরার পুরস্কার পেয়ে খুশি বুমরা বলেছেন, ‘আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আপ্লুত। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে একটা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। দল হিসেবে সাফল্য পেয়েছি। সঙ্গে ব্যক্তিগত সাফল্য আরও খুশি দিয়েছে।
