আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির হাড্ডাহাড্ডি দ্বৈরথের রেশ কাটেনি এখনও। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আয়োজক দেশ। কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। এ বছর অন্তত আরও তিন বার মুখোমুখি হতে পারে চিরশত্রু ভারত-পাকিস্তান। ২০২৫ এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব ভারতকে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। কারণ, এসিসি-র নিময় অনুযায়ী ভারত এবং পাকিস্তান যখনই এশিয়া কাপের আয়োজনের দায়িত্বে থাকবে, তখনই নিরপেক্ষ দেশের মাটিতে টুর্নামেন্টের বল গড়াবে। এই প্রতিযোগিতাতেই অন্তত তিন বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

এসিসি এখনও ভেন্যু চূড়ান্ত করেনি তবে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং বাংলাদেশকে নিরপেক্ষ দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে, আয়োজক হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-ই। ২০১৮ সালে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু প্রতিযোগিতাটি আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯১ সাল থেকে এই টুর্নামেন্ট ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়নি। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। পাকিস্তানে ভারতে যাবে না বলে জানিয়ে দেয়। বেশ কয়েক মাস অচলাবস্থা চলার পর সিদ্ধান্ত হয় শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। খেলা হবে ১৯টি ম্যাচ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান এবং হংকং এই আটটি দল অংশগ্রহণ করতে পারে। ২০২৩ সালের এশিয়া কাপে অংশগ্রহণকারী নেপাল বাছাইপর্বে চতুর্থ স্থান অর্জন করায় এ বছর এশিয়া কাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। টুর্নামেন্টটি গ্রুপ পর্বের মাধ্যমে শুরু হবে যেখানে আটটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হবে। উভয় গ্রুপের শীর্ষ দু'টি দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে। দ্বিতীয় রাউন্ডে, সমস্ত দল একে অপরের সাথে একবার খেলবে। টেবিলের প্রথম এবং দ্বিতীয় দল ফাইনাল খেলবে। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতে পারে। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছয় তাহলে তিন বার একে অপরের মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ।