আজকাল ওয়েবডেস্ক: দিশাহীন। সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তী বাজেটে কিছুই নেই। দাবি করলেন বিরোধীরা। বৃহস্পতিবার লোকসভা ভোটের আগে ‘বাজেট অন অ্যাকাউন্ট’ পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যক্ষ ও পরোক্ষ কর সহ আয়কর অপরিবর্তিত রাখা ও একাধিক প্রকল্পের কথা জানালেও বাজেটে সাধারণ মানুষের জন্য যে কিছুই নেই তা বলছেন বিরোধীরা। একজোটে বিরোধীরা বলছেন, ‘এটা বিদায়ী বাজেট।’
এক্সে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, ‘বাজেটে যদি সাধারণ মানুষের উন্নতির কথাই না বলা থাকে, তাহলে তা কোনও বাজেটই নয়। বিজেপি সরকার জনবিরোধী বাজেট তৈরির রেকর্ড তৈরি করেছে দশ বছর ধরে। এবারও বদল নেই কিছু। এটা বিজেপি সরকারের বিদায়ী বাজেট।’ উদ্ধব ঠাকরে বলেছেন, ‘মোদি সরকার শেষ বাজেট পেশ করল। অর্থমন্ত্রীকে ধন্যবাদ।’ কংগ্রেসের তরফে অধীররঞ্জন চৌধুরি বলেছেন, ‘লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য এখানে কিছুই নেই।’
এক্সে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লিখেছেন, ‘বাজেটে যদি সাধারণ মানুষের উন্নতির কথাই না বলা থাকে, তাহলে তা কোনও বাজেটই নয়। বিজেপি সরকার জনবিরোধী বাজেট তৈরির রেকর্ড তৈরি করেছে দশ বছর ধরে। এবারও বদল নেই কিছু। এটা বিজেপি সরকারের বিদায়ী বাজেট।’ উদ্ধব ঠাকরে বলেছেন, ‘মোদি সরকার শেষ বাজেট পেশ করল। অর্থমন্ত্রীকে ধন্যবাদ।’ কংগ্রেসের তরফে অধীররঞ্জন চৌধুরি বলেছেন, ‘লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য এখানে কিছুই নেই।’
