আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক দিনের ছাত্রজীবন। খরচ মাত্র ৩০ হাজার ইয়েন (১৭ হাজার টাকা)। এই সুযোগ মিলছে জাপানে। পর্যটকদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে উন্ডোকায়া নামে একটি ভ্রমণ সংস্থা। পর্যটকরা স্কুলের সাধারণ কর্মকাণ্ডের পাশাপাশি, কাটানা লড়াই, শারীরশিক্ষার চর্চাও করতে পারবেন। এর জন্য পূর্ব জাপানের চিবা অঞ্চলের একটি স্কুলের চেহারা পাল্টে ফেলা হয়েছে পর্যটকদের বিনোদনের জন্য।
এই উদ্যোগের লক্ষ্য পর্যটন বৃদ্ধির সাথে সাথে পর্যটকদের জাপানি স্কুলের স্বাদ প্রদান করা। কোন বয়সের বাধা নেই এবং যে কেউ অভিজ্ঞতায় নিজেকে নিমজ্জিত করতে পারবেন। প্রতিদিন মাত্র ৩০ জনকে এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। পর্যটকের ঐতিহ্যবাহী কিমোনো পরার সুযোগ পাবেন। কাটানার ব্যবহার শেখার পাশাপাশি ঐতিহ্যবাহী জাপানি নৃত্যানুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য কার্যকলাপের মধ্যে রয়েছে, স্কুল দুর্যোগ ড্রিল পরিচালনা, জরুরি ক্ষেত্রে কী ভাবে প্রতিক্রিয়া করতে হবেসেই বিষয়ে দক্ষতা অর্জন করা। এই সব কিছুই শিশুদের শেখানো হয় জাপানে। প্রবল ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় পর্যটকরা ভূমিকম্পের সময় কী ভাবে নিজেদের বাঁচাবেন সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
সারা দিনের কাজ শেষ পর্যটকদের ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করতে হবে, যা জাপানের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এর উদ্দেশ্য শিশুদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং নাগরিক বোধের বিকাশ ঘটানো। সমস্ত ক্রিয়াকলাপ শেষ হওয়ার পরে, পর্যটকরা এই অভিজ্ঞতার স্মারক হিসাবে একটি স্নাতক শংসাপত্র হাতে পাবেন।
