আজকাল ওয়েবডেস্ক:‌ পারিবারিক বিবাদ। ভাইয়ের হাতে খুন দাদা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানা এলাকার এলাহাবাদ পঞ্চায়েতের দরগা মোড় এলাকায়। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে মারা যান দাদা। মঙ্গলবার রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শামিম রেজা (২৭)। বাড়ি বংশীহারী থানার চেরাগীপাড়া গ্রামে। গুরুতর আহত হয়ে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃতের ভাই নাসিম রেজা (২৪)‌। দু’‌জনে জেঠতুতো–কাকাতো ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এলাকায় হাট বসেছিল। হাটের পাশে থাকা একটি জমিতে আচমকা দুই ভাইয়ের বচসা শুরু হয়। সেখান থেকে মারপিট। ধারালো অস্ত্রের আঘাতে দু’‌জনেই আহত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। ঘটনাস্থলেই মারা যান শামিম রেজা। আহত নাসিম রেজাকে রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন নাসিম। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।