আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাসে দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের কানপুর থেকে জয়পুরগামী বাসে ঘটনাটি ঘটে ৯–১০ ডিসেম্বর রাতে। জানা গেছে, ২০ বছরের তরুণী কানপুর থেকে ওই বেসরকারি বাসে উঠেছিলেন। গন্তব্য ছিল জয়পুর। তরুণী বসেছিলেন কেবিনে। অভিযোগ, দুই বাস চালক কেবিনের ভিতরে তরুণীকে ধর্ষণ করে। অভিযুক্ত দুই বাস চালকের মধ্যে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত ললিত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। আরিফকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাসে কয়েকজন যাত্রী ছিলেন। আর কেবিনের দরজা ভিতর থেকে ছিল বন্ধ। তরুণীর চিৎকারে বাস যাত্রীরা সজাগ হন। জোর করে বাস থামান যাত্রীরা। আরিফকে হাতেনাতে ধরা হয়। পালিয়ে যায় ললিত।
