আজকাল ওয়েবডেস্ক:‌ কোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩৬ বছরের উইঙ্গার গত নভেম্বরেই জানিয়েছিলেন, কোপা আমেরিকাই হবে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর কোপা জিতে ডি মারিয়া বলেছেন, ‘‌এটা আমার স্বপ্ন ছিল। এটাই আমার শেষ কোপা আমেরিকা। এখানেই আমি শেষ করলাম। স্বপ্ন সত্যি হয়েছে। এবার অবসর নেওয়ার পালা।’‌
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের সময় থেকেই ডি মারিয়ার অবসর নিয়ে জল্পনা চলছিল। বিশ্বকাপে ৬০ মিনিটের বেশি তাঁকে কোনও ম্যাচেই খেলাননি কোচ। কিন্তু এদিন তিনি পুরো ম্যাচ খেললেন। মেসি চোট পেয়ে উঠে যাওয়ার পরে আরও দায়িত্ব নিয়ে খেলেন তিনি। শেষ অবধি কোপা জেতেন। তারপরেই আর্জেন্টিনার হয়ে ফুটবলকে বিদায় জানালেন তিনি।


প্রায় মেসির সমসাময়িক মারিয়া দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০০৮ সালে অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এদিন দল যখন কোপা জিতছে তখন অধিনায়কের আর্মব্যান্ড তাঁর হাতে। কোচ লিওনেল স্কালোনি তাঁকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। কোপা জিতে ডি মারিয়া বলেন, ‘‌এই জয় আগে থেকেই লেখা ছিল।’‌ এদিকে স্কালোনি চান ডি মারিয়া দেশের হয়ে আর একটা ম্যাচ খেলুন। তাহলে তাঁকে উপযুক্ত বিদায় সংবর্ধনা জানানো যাবে।