আজকাল ওয়েবডেস্ক:‌ অন্তর্বর্তী বাজেটের আগেই বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। গৃহস্থের রান্নার গ্যাসের দাম অবশ্য বাড়েনি। তবে গত ক’মাসের মতো এবারও বাড়ল হোটেল–রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের দাম বাড়ল। কলকাতায় ১৮ টাকা বেড়ে হল ১৮৮৭ টাকা। দিল্লিতে ১৪ টাকা বেড়ে ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম হয়েছে ১৭৬৯.‌৫০ টাকা। আবার মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫০ টাকা বেড়েছে দাম। মুম্বইয়ে নতুন দাম হয়েছে ১৭২৩.‌৫০ টাকা। আর চেন্নাইয়ে নতুন দাম হয়েছে ১৯৩৭ টাকা। 
রান্নার গ্যাসের দাম না বাড়ায় স্বস্তিতে মধ্যবিত্তরা। ৯২৯ টাকাতেই মিলবে গ্যাস সিলিন্ডার।