আজকাল ওয়েবডেস্ক: জ্বলছে লস অ্যাঞ্জেলস। দাবানল লেগেছে সেখানে। ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। লস অ্যাঞ্জেলসে দাবানলে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ রীতিমতো আতঙ্কিত। আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। লস অ্যাঞ্জেলস ও গ্রেটার লস অ্যাঞ্জেলস থেকে অন্তত ৭০ হাজার মানুষকে এখনও অবধি সরানো হয়েছে।
হাওয়ার তীব্র গতির জন্য দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলের তাপে গোটা এলাকার তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। আতঙ্কিত হয়ে সবাই নিজেদের এলাকা ছেড়ে পালাচ্ছেন। স্থানীয় সূত্রে খবর প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ইতিমধ্যেই দাবানলের জেরে প্রায় তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলও দাবানল নিয়ন্ত্রণে আনতে এখনও অবধি ব্যর্থ।
তীব্র হাওয়ার জেরে এক এলাকা থেকে অন্যত্র দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মারা গিয়েছেন অন্তত পাঁচ জন। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মী ও উদ্ধারকর্মী আহত হয়েছেন।
দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল দিনরাত কাজ করে চলেছে। দমকল বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আকাশপথ থেকেও আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আসবে না বলেই প্রশাসনের অনুমান।
জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে।
এই ভয়াবহ বিপর্যয়ের কারণে ইতালি সফর বাতিল করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন।
