আজকাল ওয়েবডেস্ক: আট দিনের সফরে শুক্রবার ভারতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। তাঁর সঙ্গে আসছে ভুটান সরকারের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভুটানের রাজা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
