আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর–ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে বর্ডার–গাভাসকার ট্রফির আসর। শেষ চারটি বর্ডার–গাভাসকার ট্রফি জিতেছে ভারত। তার দুটি ভারতে ও দুটি অস্ট্রেলিয়ায়। এবার এই সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অসি পেসার জোস হ্যাজলেউড তো বলেই দিয়েছেন, ‘কঠিনতম সিরিজ। ভারতের বিরুদ্ধে খেলতে সব সময়েই ভাল লাগে। ওরা আমাদের পরিবেশ খুব ভাল চেনে। অস্ট্রেলিয়ায় বার বার এসে জেতা সহজ নয়। তবে ভারতের টপ অর্ডার, বিশেষ করে প্রথম ছ’–সাত জন দারুণ খেলে।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘অভিষেক সিরিজে ওদের বিরুদ্ধে খেলে জিতেছিলাম। সেটাই মনে হয় শেষ সিরিজ জয়। সেই দলের অনেকে এখনও খেলছে। বিরাট কোহলি কত ভাল খেলে আমরা সবাই জানি। আমাদের দলের অনেকেই এখনও ভারতকে টেস্ট সিরিজে হারানোর স্বাদ পায়নি। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটার তৈরি। দারুণ একটা সিরিজ হতে চলেছে।’
এদিকে অসি ব্যাটার উসমান খোয়াজা বলেছেন, ‘বিশ্বের এক ও দু’নম্বর দলের মধ্যে লড়াই হবে। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছি। এই শত্রুতা অনেক বড় মাপের। আমি ওদের সমীহ করি। ভারত অস্ট্রেলিয়াকে হারাতে যেমন ভালবাসে, অস্ট্রেলিয়াও তাই। শেষ দু’বার ওরা আমাদের দেশে এসে ট্রফি নিয়ে ফিরেছে। তাই এ বারের লড়াইটা আরও বড় হতে চলেছে। আমরা নিজেদের তৈরি করছি।’
