আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে জলের অভাবে বিক্ষোভ রত অতিশি এবং আপের ধর্না। সমর্থন জানাল তৃণমূল। মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ জঙ্গপুরায় আপের বিক্ষোভস্থলে যান তৃণমূলের তিন প্রতিনিধি। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র এবং রাজ্যসভার উপ দলনেতা সাগরিকা ঘোষ। অতিশির পাশাপাশি ধর্নামঞ্চে ছিলেন আপের রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিং। ধর্নামঞ্চে ১ ঘণ্টা ছিলেন তৃণমূল সাংসদরা। তাঁরা বিক্ষোভরত আপ নেতাদের জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আমরা এখানে এসেছি। আপনারা জলের দাবিতে যে আন্দোলন করছেন, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আপনাদের আন্দোলন ন্যায় সম্মত।’ তাঁদের পাশে দাঁড়ানো এবং আন্দোলনকে সমর্থন করায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন আপ নেতৃত্ব। অতিশি বলেছেন, ‘মমতাজী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর সমর্থন আমাদের শক্তি জোগাবে।’
