আজকাল ওয়েবডেস্ক:‌ গত বছরের ১৯ মে সরকারি সিদ্ধান্তের পর ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। প্রায় সিংহভাগ ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হলেও, পুরোটা এখনও হয়নি। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০০০ টাকা মূল্যের নোটের পরিমাণ ২৯ শে মার্চের শেষে ৮ হাজার ২০২ কোটিতে পৌঁছেছে। গতবছর মে মাসে বাজারে তিন লক্ষ ৫৬ হাজার কোটি টাকা মূল্যের নোট ছিল। ইতিমধ্যেই ৯৭.‌৬৯ শতাংশ নোট ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে। প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল, ৭ অক্টোবরের মধ্যে যেকোনও ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করতে হবে। এরপর ব্যাঙ্কের ১৯ টি শাখায় এই নোট জমা করা শুরু হয়। তবে এখনও যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তারা ওই ১৯টি শাখায় ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে নোট জমা দিতে পারবেন।