আজকাল ওয়েবডেস্ক:‌ তামিলনাড়ুতে বাস দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধেয় পাহাড়ি রাস্তা দিয়ে অন্তত ৫৬ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস সালেম থেকে ইয়েরকৌড়ের দিকে যাচ্ছিল। বাঁক নিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় বাসটি। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। ৪৫ জন আহত হন। তার মধ্যে ২০ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।