আজকাল ওয়েবডেস্কঃ গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগের মধ্যে একটি এডস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এক বার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে। এই ভাইরাস শরীরের ইমিউনিটিকে এমনভাবে তছনছ করে দেয় যে, সামান্য অসুখও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। তাড়া করে মৃত্যু ভয়। আর এই এডসের চিকিৎসাতেই আশার আলো দেখালেন বিজ্ঞানীরা।
সম্প্রতি এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা জগৎ এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে। মারণ ব্যধিকে রুখে দিতে নতুন ওষুধ আসতে চলেছে বাজারে। এই ওষুধটি এডস প্রতিরোধে ১০০ শতাংশ কার্যকরী বলে দাবি করা হয়েছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটির ছাড়পত্র দিয়েছে, যা তৈরি করেছে গিলিয়েড সায়েন্সেস নামের ওষুধ প্রস্তুতকারক সংস্থা।
এইচআইভি প্রতিরোধের জন্য বছরে দু'বার ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে ওষুধ দেওয়ার অনুমোদন করেছে এফডিএ। ইয়েজটুগো নামে এই যুগান্তকারী ওষুধটি দৈনিক ট্যাবলেট বা মাসিক ইনজেকশন নয়, বছরে মাত্র দুটি ইনজেকশনের মাধ্যমে এইচআইভি থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে পারবে।
গবেষণার ক্লিনিকাল ট্রায়ালগুলোতে ৯৯% এরও বেশি মানুষ এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত ছিলেন। বিজ্ঞানীরা মনে করছেন, অ্যান্টিভাইরাল ওষুধের জগতে এডসের এই ওষধের কার্যকারিতা বিপুল সাফল্য আনতে চলেছে। যদিও চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। ওষুধের দাম এবং সাধারণ মানুষের কাছে কতটা এই ওষুধ পৌঁছবে তা ভাবাচ্ছে বিজ্ঞানীদের। গিলিয়েড ইতিমধ্যে ১২০ টিরও বেশি দেশে জেনেরিক সংস্করণ তৈরির জন্য লাইসেন্স দিয়েছে। ২০২৬ সালের মধ্যে লক্ষ লক্ষ ডোজ তৈরির লক্ষ্য নিয়েছে এই সংস্থা।
