আজকাল ওয়েবডেস্ক: যাঁরা থাকার জন্য ঘর খুঁজছেন তাঁদের কাছে প্রথম দর্শনে এই প্রস্তাব হাতে চাঁদ পাওয়ার মতো। বিনা পয়সায় পাওয়া যাবে আস্ত একটি ঘর সুসজ্জিত থাকার ঘর, গরম বিছানা, আসবাবপত্র সবই। কিন্তু কথায় বলে, এই পৃথিবীতে কোনও কিছুই আদতে ‘ফ্রি’ নয়। আপাত ভাবে বিনামূল্যে পাওয়া যে কোনও জিনিসের নেপথ্যে লুকানো থাকে কোনও না কোনও গোপন অঙ্ক। কানাডার সাম্প্রতিক কিছু ঘর ভাড়ার বিজ্ঞাপনের পিছনেও ছিল তেমনই ফাঁদ। জানতে পেরে চোখ কপালে উঠল গোটা বিশ্বের।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
অতি সাধারণ ঘর ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। কিন্তু তার মধ্যে চমক একটিই জায়গায়। সেখানে নাকি বিনামূল্যে থাকতে পারবেন ভাড়াটিয়া। বিষয়টি নজরে পড়ে কানাডার একটি প্রথম শ্রেণির সংবাদসংস্থার। নিজেরাই বিষয়টি খতিয়ে দেখতে ভাড়াটে সেজে বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করেন এক সাংবাদিক। আর তাতেই উঠে আসে ভয়ঙ্কর এক তথ্য। টাকা নয়। ভাড়া হিসাবে বাড়ি মালিককে দিতে হবে শরীর!
ওই সাংবাদিক জানান, বাড়ি মালিক তাঁকে প্রস্তাব দেন, “আমরা একটু এদিক ওদিক ঘুরব। তারপরই সঙ্গম! যদি সঙ্গমে অসুবিধা থাকে তাহলেও অসুবিধা নেই। অন্য ধরনের যৌন কার্যকলাপ করা যেতে পারে।” ভাড়ার বদলে এটুকু তো দিতে হবেই - দাবি করেন বাড়ি মালিক।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
ওই সংবাদসংস্থা এর পর কোমর বেঁধে নামে তদন্ত করতে। আর সেই তদন্তে যা উঠে আসে তা দেখে আঁতকে উঠবেন সুস্থ মস্তিষ্কের যে কোনও মানুষ। বাড়িতে ‘বিনামূল্যে’ থাকতে দেওয়ার বদলে যৌন পরিষেবা চাওয়া কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। বিভিন্ন ঘর ভাড়া দেওয়ার সাইটে রমরমিয়ে চলছে এই ব্যবসা। তদন্তে দেখা যায়, এই ধরনের বাড়ি মালিকরা মূলত অল্পবয়সি তরুণীদের নিজের শিকার বানান। সবচেয়ে বেশি নজর থাকে বিদেশ থেকে পড়তে আসা যুবতীদের উপর। কারণ তাঁদের টাকা পয়সার টানাটানি থাকে। তাছাড়া বাড়ি থেকে দূরে এসে স্থায়ী বাসস্থান না পেলে চিন্তায় পড়েন অনেকে। সেই সুযোগই নেন অসৎ বাড়িওয়ালারা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
সব সময় কিন্তু সরাসরি ‘যৌনতা চাই’ এমন বলা হয় না। অনেক সময় বন্ধুত্ব বা লিভ ইন রিলেশনশিপের টোপ দেওয়া হয়। কখনও বা প্রথমে টাকার বদলে গোপন ছবি চাওয়া হয়। তারপর সেই ছবি ব্যবহার করে চলে শারীরিক শোষণ। অনেক সময় ভাড়াটে বাসস্থান হারানোর ভয়ে মুখ বুজে থাকেন। সাংবাদিকদের তদন্তে এমন কিছু বিজ্ঞাপনের কথাও জানা গিয়েছে, যেগুলি দেখে বাড়ি মালিকের অসৎ উদ্দেশ্য বোঝার উপায় পর্যন্ত নেই। কেবল উল্লেখ করা হয়েছে ‘খোলা মনের ভাড়াটে চাই’। এমনই এক বাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ কথা বার্তার পরেই সাফ বলেন, “আমার ভাড়া লাগবে না, শুধু পুরুষাঙ্গ লেহন করলেই হবে।”
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কাজ সম্পূর্ণ বেআইনি। মহিলাদের এই ধরনের প্রস্তাব থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকেও একথা স্বীকার করা হচ্ছে যে ক্রমবর্ধমান চাহিদা এবং ভাড়া বৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্তের পক্ষে বাড়ি ভাড়া পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে বেশ কিছু অঞ্চলে। কানাডার ব্রাম্পটন এবং অন্টারিও অঞ্চলে এই চক্র সবচেয়ে সক্রিয় বলে খবর।
