আজকাল ওয়েবডেস্ক: যৌনতার পূর্ণতৃপ্তি যেন অনেক মহিলার কাছেই এক অধরা স্বপ্ন। দীর্ঘ সঙ্গমেও যেখানে তৃপ্তি মেলে না, সেখানে এক মার্কিন মহিলা জানালেন— নিজেই মাত্র ৫ সেকেন্ডে পৌঁছে গেছেন যৌনসুখের চূড়ান্ত সীমায়। পুরুষসঙ্গীদের নিয়ে তাঁর হতাশা, আর নিজের শরীর চেনার অভিজ্ঞতা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ওই মহিলা জানান, জীবনে প্রায় ৫০ জন পুরুষসঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি। কিন্তু কেউই তাঁর অর্গ্যাজম নিশ্চিত করতে পারেননি। শেষমেশ হস্তমৈথুনের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই নিজে তৃপ্তি খুঁজে পান তিনি।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার কেন্দ্রে রয়েছে নারী শরীরের মূল যৌনসুখের উৎস— ক্লিটোরিস। বহু পুরুষই এই বিষয়ে অজ্ঞ, বা তাদের সঙ্গিনীর শরীরচর্চায় ধৈর্য দেখান না। যৌনতা মানে শুধু শারীরিক সঙ্গম নয়, বরং সঠিক জায়গায়, সঠিক ছোঁয়া। এই অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং শরীরচর্চার পথে যৌনতা অনেক বেশি সন্তোষজনক হয়ে উঠতে পারে। যৌনতা নিয়ে সচেতনতা আর বোঝাপড়া— এ দুই-ই এখন সময়ের দাবি।