আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেকটা সম্পর্কই আলাদা। প্রতিটি সম্পর্কে নিজস্ব রসায়ন থাকে। তার উপর নির্ভর করে দু’জন মানুষের একসঙ্গে থাকা বা না থাকার সিদ্ধান্ত। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমন একটি ঘটনার কথা, যেখানে বিরল একটি কারণে নিজের প্রেমিককে ছেড়ে এসেছেন এক তরুণী।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে? নেটমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন ২৬ বছর বয়সি যুবতী। গত ১৩ জুন তারিখে নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি জানান তাঁর প্রেমিক মলত্যাগ করার পর কখনওই মলদ্বার পরিষ্কার করেন না। আর সেই কারণেই ২৭ বছর বয়সি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন তিনি।

পোস্ট করার কিছুক্ষণ পরই লেখাটি ডিলিট করে দেওয়া হয় সমাজমাধ্যমটির পক্ষ থেকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে পোস্টের লেখা। একের পর এক স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে তরুণীর বয়ান। তিনি জানিয়েছেন, প্রায় নয় মাস ডেটিং করার পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত কেন তিনি এবং তাঁর প্রেমিক। আর একসঙ্গে থাকতে শুরু করার পরেই তিনি জানতে পারেন প্রেমিকের এই অভ্যাসের কথা। তরুণী জানিয়েছেন, বাকি সব দিক থেকে প্রেমিক ভাল হলেও এই একটি বিষয় কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

তরুণী জানান, কিছুদিন একসঙ্গে থাকার পরই তিনি খেয়াল করেন প্রেমিক শৌচাগারে যাওয়ার পর টিস্যু পেপার ব্যবহার করেন না। প্রথমে তরুণী ভেবেছিলেন প্রেমিক হয়তো জল ব্যবহার করেন। কিন্তু কিছুদিন পরেই সেই ভুল ভেঙে যায়। “আমি খেয়াল করি ওর জামা কাপড় থেকে এমন একটা খারাপ গন্ধ আসছে। বিশেষ করে ছেড়ে রাখা প্যান্ট থেকে নির্দিষ্ট ধরনের দুর্গন্ধ আসছে। আমি ভেবেছিলাম হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। সেটা নিয়ে আমি ওকে প্রশ্ন করি।” এই প্রশ্ন করার পরই আসল সত্যিটা জানতে পারেন ওই তরুণী।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর
তরুণীর প্রশ্নের উত্তরে যুবক যা বলেন তা চমকে দেওয়ার মতো! তিনি জানান, নিজের মলদ্বার নিজে পরিষ্কার করার বিষয়টা কিছুটা সমকামিতার মতো। “আমি কেন নিজের মলদ্বার নিজের হাতে স্পর্শ করব?” এমন প্রশ্ন করেন ওই যুবক। প্রেমিকের এই কথা শুনে তরুণী প্রথমে ভেবেছিলেন তিনি মশকরা করছেন। কিন্তু যুবক সত্যি সত্যিই সেই কথাটিই মেনে চলতেন। এমনকী “সত্যিকারের পুরুষ মানুষরা একবার মল পায়ু থেকে বেরিয়ে গেলে আর দ্বিতীয়বার তাই নিয়ে ভাবেন না।” বলেও মন্তব্য করেন যুবক, এমনটাই দাবি ওই তরুণীর।

তরুণী প্রেমিককে স্পষ্টভাবে জানান এই ধরনের ভাবনা দৈহিক পরিচ্ছন্নতার পরিপন্থী এবং অবৈজ্ঞানিক। ঘটনাটি জানার পর থেকে প্রেমিকের কাছে যেতেই সাহস পাচ্ছেন না তরুণী, নিজেই জানান সেকথাও। কিন্তু প্রেমিকার যুক্তি মানতে নারাজ ওই যুবক। মলত্যাগের পর পায়ুপথ পরিষ্কার তিনি করবেন না, একথা সাফ জানিয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, প্রেমিকার উচিত তিনি যেমন তেমন ভাবেই তাকে স্বীকার করে নেওয়া। এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তরুণী।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

পোস্ট ভাইরাল হতেই বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্ত নেটমাধ্যম। নেটিজেনদের অনেকেই তরুণীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের যুক্তি, নিজের মলদ্বার পরিচ্ছন্ন রাখা নিয়ে যাঁর এত সমস্যা, তাঁর সঙ্গে না থাকাই ভাল। নেটিজেনদের অপর একটি অংশ অবশ্য মনে করছেন, যুবক অন্যান্য দিক থেকে যদি ভাল হন, তবে তাঁকে একটি দ্বিতীয় সুযোগ দেওয়া যেতেই পারে।