আজকাল ওয়েবডেস্কঃ প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। জীবন হয়েতো থেমে থাকে না, কিন্তু কোথাও না কোথাও ছন্দপতন হয়ই। কাছের মানুষটিকে ছুঁতে না পারা কিংবা মনের কথা বলতে না পারার কষ্ট সারা জীবনই থেকে যায়। চিরতরে হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষদের ক্ষণিকের জন্য ফিরে পাওয়া যায় স্বপ্নে। কাছের মানুষদের স্বপ্ন কখনও আনন্দ দেয়, কখনও বিষাদ ডেকে আনে, কখনও বা ভয় ধরায়। কিন্তু কেন স্বপ্নে বার বার ফিরে আসেন মৃত মানুষেরা? এটি আসলে কীসের ইঙ্গিত? আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের ব্যাখ্যা। 

সাধারণত মৃতদের স্বপ্নে দেখা দেওয়াকে মনোবিজ্ঞানীরা শোকের অংশ হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে, আধ্যাত্মিকবাদীরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনাকে প্রকৃত দর্শন হিসাবে ব্যাখ্যা করেন। আর কিছু মানুষ  এটিকে ‘অদ্ভুত’ বিষয় বলে মনে করেন। তবে কারণ যাই হোক না কেন, এই জাতীয় স্বপ্নের উপস্থিতি কখনই এক রকম অর্থ হয় না। এগুলো সহজাতভাবে প্রতীকী। বহু বছর ধরে এনিয়ে গবেষণা চলে আসছে। তাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যা হল-

•    হঠাৎ প্রিয়জনকে হারালে বহুদিন সেই মানসিক আঘাত থেকে যায়। কঠিন সত্য মেনে নিতে পারেন না অনেকেই। হাজার চেষ্টা করেও যন্ত্রণা থেকে মুক্তি মেলে না। সারা দিন মৃত প্রিয়জনের ভাবনার কারণেই স্বপ্নেও প্রভাব পড়ে। 

•    মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে অনেক সময় বাস্তব থেকে তাঁকে আলাদা করা যায়। মনে হয় যেন, এই তো কাছের মানুষটির সঙ্গে কথা বললাম, স্পর্শ করলাম। আর এই ধরনের স্বপ্নকে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা থেকে সেরে ওঠার ইঙ্গিতবাহী বার্তা বলে বলে করেন মনোবিদরা। 


•    অনেকের মনে মৃত্যু নিয়ে ভয় রয়েছে। ঠিক কতদিন বাঁচবেন, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন থাকেন। বিশেষ করে প্রিয়জনের মৃত্যু হলে এই অনুভূতি বেশি কাজ করে। যার ফলে এই ধরনের মানুষেরা স্বপ্নে মৃতদের বার বার দেখতে পান।

•    সকলের কাছে প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এক রকম হয় না। কেউ নিজেকে দ্রুত সামলে নিতে পারেন, কারওর জীবনে দীর্ঘদিন গভীরভাবে প্রভাব ফেলে, কেউ অবার মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে দুমড়ে মুচড়ে যান। প্রিয়জন চলে গেলেও, তাঁর সঙ্গে নিজেকে জুড়ে রাখতে চান। বিজ্ঞান বলছে. স্বপ্নে প্রিয়জনকে দেখা সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ।