আজকাল ওয়েব ডেস্ক : ফুলে-ফলে-পাতায় ওরাও কিন্তু জানান দেয় ভালবাসার কথা। বাড়িতে একটুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো রয়েছেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে বেশিরভাগ মানুষেরই আলাদা করে বাগান করার সুযোগ নেই। অগত্যা ভরসা ব্যালকনি, কেউ আবার ছাদে কিংবা জানালায় গাছের পরিচর্য়া করেন।  আজকের দিনের ঘরের অন্দরসজ্জায় গাছেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলো, পর্দা, আসবাবপত্রের সঙ্গে গাছও হয়ে উঠেছে সজ্জার অঙ্গ। কিন্তু জানেন কি এমন কিছু গাছ রয়েছে, যা বাড়িতে থাকলে শুভ হয়। সেই সঙ্গে দূর হয় যাবতীয় নেতিবাচক মনোভাব।

পথোস গাছ চলতি ভাষায় মানি প্লান্ট নামেও পরিচিত। বাস্তু মতে, এটি আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করে। অনেকের মত, ঘরের ভিতরে এই গাছ থাকলে পারিবারিক ও পেশাগত শান্তি বজায় থাকে।

বাস্তু এবং ফেং শ্যুই দুই মতেই বাম্বু গাছ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। তাই এই গাছ নাকি বাম্বু নামে পরিচিত। ঘরের পূর্ব কোণে এই গাছ রাখলে ভাল ফল পাওয়া যায়। এমনকী আপনার অফিসের ডেস্কেও খুব অল্প যত্নেই বড় হতে পারে এই গাছ। বেশি রোদ বা পর্যাপ্ত পরিমাণের বেশি জল দিলে তা উল্টে গাছের ক্ষতি করতে জল কিংবা মাটি, দুটোতেই এই গাছ বড় করা যায়।

ইন্ডোর প্ল্যান্টের মধ্যে জেড প্ল্যান্ট খুব একটা অপরিচিত নয়।বাস্তুমতে, আপনার সৌভাগ্য ফেরাতে বসার ঘরে এবং সদর দরজার কাছে এই গাছ রাখুন। জেড প্ল্যান্টের মতোই খুব অল্প যত্নে বাড়ে স্নেক প্ল্যান্টও। সূর্যের আলোয় বা অল্প আলোতেও এদের বাড়তে কোনও অসুবিধা হবে না। তবে অল্প জল দেবেন। ঘরের মধ্যে এই গাছ রাখলে আপনার শরীর থাকবে ভালো এবং পজিটিভ এনার্জির কোনও অভাব হবে না।

ফেং শ্যুই মতে এরিকা পাম গৃহস্থের বাড়িতে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি নিয়ে। ঘরের যে কোনও কোণায় অল্প সূর্যের আলোতেই বেড়ে উঠতে পারে। এছাড়াও পিস লিলি দেখতে ভীষণ সুন্দর। এর সাদা রং ঘর থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে ঘরের পরিবেশকে শান্ত রাখতে সাহায্য করে। বাস্তুশাস্ত্রের সেরা রং হলুদ। তাই হলুদ গোলাপ গাছ ঘরে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয়। হলুদ রঙের গাছ রাখুন বেডরুমে।