আজকাল ওয়েবডেস্ক: সিদ্ধিদাতা গণেশের মূর্তি গৃহে স্থাপন করলে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে, এমনটাই বিশ্বাস। কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠা নিছক ভক্তির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্রের নিগূঢ় তত্ত্ব। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক স্থানে এবং সঠিক দিকে গণেশের মূর্তি স্থাপন না করলে হিতে বিপরীত হতে পারে। সংসারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানোর পরিবর্তে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই গণপতিকে গৃহে অধিষ্ঠান করানোর আগে জেনে নেওয়া প্রয়োজন কিছু জরুরি নিয়মকানুন।
গণেশ মূর্তির আদর্শ অবস্থান
বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের জন্য সর্বোৎকৃষ্ট স্থান হল উত্তর-পূর্ব দিক, যা ঈশান কোণ নামেও পরিচিত। এই দিকটিকে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক কম্পনের উৎস বলে মনে করা হয়। যদি কোনও কারণে ঈশান কোণে মূর্তি স্থাপন সম্ভব না হয়, তবে উত্তর বা পশ্চিম দিকও বেছে নেওয়া যেতে পারে। বাস্তুবিদদের মতে, ভগবান শিবের বাসস্থান উত্তরে হওয়ায় তাঁর পুত্র গণেশের মূর্তি উত্তরমুখী করে রাখলে তা বিশেষভাবে ফলপ্রসূ হয়।
অনেকেই বাড়ির প্রধান প্রবেশদ্বারে গণেশের মূর্তি স্থাপন করেন। সেক্ষেত্রে মূর্তিটি এমনভাবে রাখতে হবে যেন তাঁর মুখ থাকে বাড়ির ভিতরের দিকে। অর্থাৎ, ঘরে প্রবেশের সময় দেবমূর্তির মুখ দর্শন হবে। এর ফলে গৃহে প্রবেশকারী সমস্ত নেতিবাচক শক্তি বাধাপ্রাপ্ত হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। তবে খেয়াল রাখতে হবে, মূর্তির পশ্চাৎভাগ যেন কোনও দেওয়ালের দিকে থাকে, ফাঁকা স্থানের দিকে নয়।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
কোন দিকে ফেরানো থাকবে মুখ?
গণেশের মূর্তি স্থাপনের ক্ষেত্রে দিকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তি সর্বদা পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে স্থাপন করা উচিত। পূজার সময় যিনি আরাধনা করবেন, তাঁর মুখ থাকবে উত্তর বা পূর্ব দিকে। কোনও অবস্থাতেই গণেশের মূর্তি দক্ষিণমুখী করে স্থাপন করা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এই দিককে অশুভ বলে গণ্য করা হয় এবং এতে পরিবারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।
কোন স্থানগুলিতে গণেশ মূর্তি রাখা অনুচিত
শাস্ত্র মতে, কিছু স্থান রয়েছে যেখানে গণেশের মূর্তি বা ছবি রাখা কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যে প্রধান হল শয়নকক্ষ বা বেডরুম। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শোওয়ার ঘরে দেবদেবীর মূর্তি রাখা উচিত নয়। একইভাবে, সিঁড়ির নীচের অংশ, গ্যারেজ, গুদামঘর অথবা শৌচাগারের কাছাকাছি দেওয়ালে গণেশ মূর্তি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে। এই স্থানগুলিতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, যা মূর্তি স্থাপনের শুভ ফলকে নষ্ট করে দিতে পারে।
এছাড়াও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যেমন, গণেশের মূর্তি কখনওই সরাসরি মাটিতে রাখা উচিত নয়। একটি পরিষ্কার উঁচু আসন বা কাঠের চৌকির উপর লাল বস্ত্র পেতে তার উপর মূর্তি স্থাপন করুন। বাড়িতে পূজার জন্য উপবিষ্ট বা ‘ললিতাসন’-এ থাকা গণেশের মূর্তিই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বাঁ দিকে বাঁকানো শুঁড়যুক্ত গণেশ মূর্তিই গৃহস্থের জন্য মঙ্গলজনক। এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে সিদ্ধিদাতার আশীর্বাদে আপনার গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথ সুগম হবে।
