আজকাল ওয়েবডেস্ক: মুখ দেখতে তো বটেই, ঘর সাজানোর অন্যতম উপাদান আয়না মোটামুটি সব বাড়িতেই রয়েছে। আয়না নেই, এমন বাড়ি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল!কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্রেও আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়না নাকি বদলাতে পারে ভাগ্য! তাই সৌভাগ্যকে বেঁধে রাখতে চাইলে ঘরের সঠিক জায়গায় আয়না রাখা জরুরি। আসলে আয়না যেমন সৌভাগ্য নিয়ে আসে, তেমনই ডেকে আনে দুর্ভাগ্যও।
আয়না রাখার জন্য সঠিক জায়গা হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এতেই বজায় থাকে ঘরের পজিটিভ এনার্জি। ঈশাণ কোণে আয়না রাখা সবচেয়ে শুভ। এতে বাড়ির সদস্যদের মান যশ বাড়ে। এছাড়াও বাড়ির যেখানে টাকা-পয়সা রাখেন, তার সামনে একটা আয়না রাখতে ভুলবেন না! এতে পরিবারে আর্থিক অনটন দূর হবে।
অন্যদিকে, দক্ষিণ বা পশ্চিম দিকে আয়না রাখলে প্রতিফলিত হয় নেগেটিভ শক্তি। টেনে আনে দুর্ভাগ্য। কথিত রয়েছে, বাড়ির মূল দরজার সামনে আয়না রাখলে ঘরের পজেটিভ শক্তি বাইরে বেরিয়ে যায়। বাড়ির প্রতিটি কোণায় নেগেটিভ শক্তি বাড়তে শুরু করে। ফলে আর্থিক অনটন থেকে শুরু করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
বাথরুমে আয়না লাগানো স্থানও খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র মতে, বাথরুমে প্রবেশ করার সময় পজিটিভ ও নেগেটিভ এনার্জি উভয়ই আমাদের সঙ্গে প্রবেশ করে। ঘুম থেকে ওঠার সময় নেগেটিভ এনার্জির আধিক্য থাকে। সেক্ষেত্রে বাথরুমের দরজার সামনে আয়না থাকলে সেই নেগেটিভ এনার্জি বাথরুমের আয়নায় প্রতিফলিত হয়ে ফের ঘরেই ফিরে আসে। তাই বাথরুমে আয়না এমনভাবে লাগাতে হবে যাতে আয়নার প্রতিফলন বাথরুমের বাইরে বেরোতে না-পারে।
আয়নার আকৃতির দিকেও খেয়াল রাখা জরুরি। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে চৌকো অথবা আয়তক্ষেত্রাকার আয়না রাখা উচিত। এতে বাড়িতে পজেটিভ এনার্জি থাকে। আয়না যেন মাটি থেকে ৪-৫ ফুট উপরে এবং বা গোল আকারের না হয় তাও খেয়াল রাখতে হবে।
