আজকাল ওয়েব ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'দানা'। বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ কিমি বেগে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা। পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত বিস্তৃত হবে এর প্রভাব। ল্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে। যে কোনও বড়সড় ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে আগে থেকেই কিছু প্রস্তুতি সেরে রাখা দরকার। তেমনই প্রয়োজন সাবধানতা অবলম্বনও।

ঝড়ের সময়ে গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয়। সেক্ষেত্রে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন। ঝড়ে অনেক জায়গাতেই গাছ, বিদ্যুতের তার পড়ে যায় তাই সাবধানতা মেনে চলা জরুরি। রাস্তায় কোথাও জল জমে থাকলে তাতে পা রাখবেন না। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে, ঝড়ের সময়ে গাছের নীচে দাঁড়ানোও উচিত নয়। গাছের ডাল ভেঙে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে। 

বাড়িতে থাকলে ঝড়বৃষ্টির সময়ে অবশ্যই টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। কোনও অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়া কিংবা অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে। বাড়ির জানলা কাচের হলে তা পিচবোর্ড দিয়ে আটকে রাখুন। এতে কাচ ভেঙে পড়ার সম্ভাবনা কমবে। এছাড়াও ছাদ বা বারান্দায় টব থাকলে, তা সরিয়ে রাখুন। 

ঝড়বৃষ্টিতে যে কোনও সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই হাতের কাছে ব্যাটারিচালিত টর্চ রাখুন। প্রয়োজনে অতিরিক্ত ব্যাটারিও কিনে রাখুন। মোমবাতি ও দেশলাই বাড়িতে মজুত রাখতে ভুলবেন না। 

অনেক সময়ে দোকানপাটও দীর্ঘক্ষণ বন্ধ থাকে। তাই আগে থেকে স্যানিটারি প্যাড ও প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে কিনা দেখে নিন। প্রয়োজনে কিছু দরকারি ওষুধ এনে রাখতে পারেন। 

আগে থেকে কিছু হালকা ও শুকনো খাবার বাড়িতে রাখুন। অন্তত ২-৩ দিনের জন্য মুড়ি, বিস্কুট, কেক, কলা সহ অন্যান্য ফল বাড়িতে রাখুন। একইসঙ্গে অনন্ত ২-৩ দিনের জল মজুত করে রাখুন। কারণ বিদ্যুৎ সংযোগ না থাকলে অ্যাকোয়াগার্ড চালাতে পারবেন না। তাই জলের বোতল আগে থেকেই ভরে রেখে দিন। ক্লোরিন ট্যাবলেট ও পাউডার দিয়ে জল পরিশ্রুত করা যায় এমন ওয়াটার পিউরিফায়ারও রাখতে পারেন।