আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে মাঝেমধ্যেই এমন এক একটি বিষয়ের চল আসে যা ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে। কখনও কখনও সেই ট্রেন্ডে গা ভাসান তারকারাও। কিন্তু সব সময় সেই ট্রেন্ড বা চ্যালেঞ্জ নিছক বিনোদনের স্তরে সীমাবদ্ধ থাকে না। তেমনই একটি ট্রেন্ড ‘ব্ল্যাক আউট চ্যালেঞ্জ’। আর এই বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জে সামিল হতে গিয়েই প্রাণ গেল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। মৃত নাবালকের নাম নামদি ওহায়েরি।
কী এই ব্ল্যাক আউট চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারী ব্যক্তিরা দম বন্ধ করে নিজেদের জ্ঞান হারানোর চেষ্টা করেন। আর সেই ঘটনা রেকর্ড করে আপলোড করেন সমাজমাধ্যমে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মৃত্যুর কারণও হতে পারে। দম বন্ধ করে রাখার ফলে মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়, যা অজ্ঞান হওয়া, খিঁচুনি, এমনকি হৃদরোগের কারণ হতে পারে। অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষের ক্ষতি হতে পারে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।
নামদি একা নয়, একাধিক ব্যক্তি এই ঘটনায় বিপদের সম্মুখীন হয়েছেন বলে খবর। নামদির বাবা মা জানিয়েছেন, তাঁদের সন্তানের কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। সম্ভবত কোনও সহপাঠীর কাছ থেকে সে বিষয়টি জানতে পারে। এবং কাউকে না জানিয়েই নিজে নিজে বিষয়টি করে দেখানোর চেষ্টা করে। আর তাতেই বিপত্তি। আপদকালীন ব্যবস্থার সহায়তা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। ১৩ বছরের নামদির ঘটনা উল্লেখ করেই এই ধরনের বিপজ্জনক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা শুরু করেছে মার্কিন প্রশাসন।
