আজকাল ওয়েবডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। পুরাণ অনুসারে দৈত্য শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবী পার্বতীর শরণাপন্ন হন। তখন দেবী নিজের দেহ থেকেই তৈরি করেন তাঁরই ভয়ঙ্কর এক প্রতিমূর্তি, তিনিই বধ করেন অসুরদ্বয়কে। সেই দেবীর নামই কৌশিকী। আর সেই থেকেই এই দিনটি কৌশিকী অমাবস্যা রূপে পালিত হয়ে আসছে। প্রচলিত বিশ্বাস এই তিথিতেই সাধক বামাক্ষ্যাপা সিদ্ধি লাভ করেন। কাজেই এই দিনটির গুরুত্ব অসীম। শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের এই দিনে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র আজ কর্কট ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবেন। আর সূর্য ইতিমধ্যেই সিংহ রাশিতে অবস্থান করছেন। ফলে আজকের দিনটি বিশেষ কিছু রাশির জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আজ কিছু কিছু রাশিকে একটু সংযম অবলম্বন করতে হবে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মেষ

আজ মেষ রাশির জীবনে দাম্পত্য কলহের আভাস রয়েছে। প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অল্প কথাতেই দ্বন্দ্ব শুরু হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর সঙ্গীর সঙ্গে কোনও রকম তর্ক বিতর্কে না জড়ানোই সমীচীন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও উপর কোনও অভিযোগ আনবেন না। আগে ভাল করে যাচাই করে দেখুন, অন্যথায় বিশ্বস্ত বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।

মিথুন

পুরোনো শত্রুরা মাথাচাড়া দিতে পারে, তাই বাড়ির বাইরে বেরোনোর হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। অচেনা কোনও জায়গা থেকে অর্থ সংক্রান্ত লোভনীয় প্রস্তাব এলেও পা না দেওয়াই মঙ্গল, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। স্ত্রী ব্যতীত অন্য কোনও নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা বিপদ ডেকে আনতে পারে। দূরযাত্রায় বিলম্ব হতে পারে।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
বৃশ্চিক

পেটের সমস্যায় ভুগতে হতে পারে। প্রাণঘাতী না হলেও খাদ্যে বিষক্রিয়ার ফলে চরম ভোগান্তি হতে পারে। অতিরিক্ত তেল মশলা কিংবা বাইরের খাবার থেকে সাবধান। খেয়াল রাখবেন বাড়ির বড়দের যেন চোট আঘাত না লাগে। আত্মীয়ের ভগ্ন স্বাস্থ্যে অর্থব্যয়ের যোগ রয়েছে। রাস্তাঘাটে কোনও মতেই বচসায় জড়াবেন না ইন্দ্রিয়ে আঘাত লাগতে পারে। সব মিলিয়ে সতর্ক না থাকলে স্বাস্থ্যহানির আশঙ্কা প্রবল।

ধনু

কোনও অন্যায্য কাজ থেকে শতহস্ত দূরে থাকুন। অন্যথায় আজকে লাভ হলেও সারাজীবন অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। পুরোনো কোনও শারীরিক সমস্যা নতুন করে ভোগাতে পারে। সামান্য সমস্যাও অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুদের বিষয়ে সতর্ক থাকুন। অসৎ সঙ্গে সর্বনাশ হতে পারে। বন্ধুদের পাল্লায় পড়ে কোনও কাজ করবেন না যার দায় আপনার ঘাড়ে এসে পড়বে। সন্তানকে নিয়ে বাড়িতে কলহ বিবাদ হতে পারে। স্বামী স্ত্রী দুজনে মিলে বিষয়টি সামলাতে হবে। ব্যক্তিগত কথা বাইরের লোকের সামনে আলোচনা না করাই ভাল। তবে অর্থভাগ্য আজ মন্দ নয়।

আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মকর

তৃতীয় ব্যক্তির কারণে সংসারে অশান্তি, মনোমালিন্য হতে পারে। তাড়াহুড়ো করে সমাধান করতে গেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। রক্তপাত থেকে সাবধান থাকতে হবে। যানবাহন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। যাঁরা মোটরবাইক চালান, অবশ্যই হেলমেট পরবেন। আজ চামড়ার জিনিস ব্যবহার না করাই ভাল।