আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নারায়ণের দিন। আজ ২১ অগাস্টও সারাদিন নারায়ণের কৃপা বজায় থাকবে। তথাপি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের ভিত্তিতে ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ভাগ্যের উত্থান পতন থাকতে পারে। আজ মনের কারক চন্দ্র রয়েছেন কর্কটে। আর সূর্য রয়েছেন সিংহ রাশিতে। থাকবে পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাবও। দৈনন্দিনের আর পাঁচটি বিষয়ের মতো প্রেম জীবনেও পড়বে এই সব কিছুর প্রভাব। শুক্র ও চন্দ্রের অবস্থান একদিকে যেমন কয়েকটি রাশির প্রেমকে মধুময় করে তুলবে, অন্যদিকে তেমনই মঙ্গল ও শনির প্রভাব কিছু রাশির প্রেমজীবনে অস্থিরতা ও ভুল বোঝাবুঝি বাড়িয়ে তুলতে পারে। তাই কারও ক্ষেত্রে আজ মিলন হবে মধুময়, কারও ক্ষেত্রে বাড়বে দূরত্ব। দেখে নেওয়া যাক প্রণয়ঘটিত বিষয়ে কেমন যাবে আজকের দিনটি।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
প্রেমজীবন মধুর হবে কাদের?
বৃষ
আজকের দিনে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য প্রেমে রোমান্স ও স্থায়িত্ব দুটোই থাকবে। সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন, একসঙ্গে কাটানো মুহূর্ত মনে গেঁথে থাকবে। যাঁরা সম্পর্কে নতুন, তাঁদের জন্য এটি সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সঠিক সময়।
কর্কট
এই রাশির জন্য দিনটি অত্যন্ত আবেগঘন হবে। পুরনো মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে চমক পাওয়া যেতে পারে। একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার জন্যও আজ উপযুক্ত দিন।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
তুলা
প্রেমে ভারসাম্যের প্রতীক তুলা। এই রাশির জাতকরাও আজ সঙ্গীর কাছ থেকে অফুরন্ত ভালবাসা পাবেন। সম্পর্কের মধ্যে উষ্ণতা থাকবে, ভুল বোঝাবুঝি থাকলেও সহজেই মিটে যাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মীন
আজ মীন রাশির ব্যক্তিদের প্রেমজীবনে স্বপ্নময়তা ভর করবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেবে। এমন প্রস্তাব বা প্রতিশ্রুতি পেতে পারেন যা সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
কাদের প্রেমজীবন খারাপ যাবে?
মেষ
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা একটু কঠিন হতে পারে। প্রেমজীবনে অহংকার বা অতিরিক্ত আবেগ সমস্যার সৃষ্টি করতে পারে। সঙ্গীর সঙ্গে কথাবার্তায় সতর্ক না হলে ঝগড়া বাধার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
সিংহ
সিংহ রাশির ব্যক্তিদের জন্য দিনটি অস্বস্তিকর হতে পারে। প্রেমিক বা প্রেমিকার অবহেলা কষ্ট দিতে পারে। অনেকে আজ সঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত মনোযোগ নাও পেতে পারেন। ফলে মানসিক চাপ বাড়বে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
বৃশ্চিক
সম্পর্কের ক্ষেত্রে সন্দেহবোধ মাথা চাড়া দিতে পারে। সঙ্গীর আচরণ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবেগের বশে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভাল।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
মকর
প্রেমজীবনে আজকের দিনটা মকর রাশির জন্য জটিল হতে পারে। কাজের চাপ বা দায়িত্ববোধ সম্পর্কের জন্য সময় বের করতে বাধা দেবে। এর ফলে সঙ্গীর অসন্তোষ বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, আজ আবেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি।
