আজকাল ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার বিশ্বকর্মা পুজো। আশ্বিন মাসের প্রথম দিন পূজিত হন বিশ্বকর্মা। মনে করা হয়, ভক্তিভরে আরাধনা করলে বিশ্বকর্মার আশীর্বাদ থাকে ভক্তের উপর। এদিন সকালে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে চন্দ্র। আবার আজ থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। শাস্ত্র মতে, প্রয়াত পূর্বপুরুষেরা জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মর্ত্যে নেমে আসেন। আজ থাকবে রবি যোগ, ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব। এছাড়াও আজকের শুভ দিনে কুবেরের বড় প্রভাব পড়বে ৪ রাশির জীবনে। বিশ্বকর্মার আশীর্বাদে ধনসম্পদ বর্ষিত হবে কিছু রাশির উপর। অর্থসম্পদ থেকে পারিবারিক শান্তি, সবেতেই সুখের জোয়ারে ভাসবে ৪ রাশি। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে আজ? জেনে নেওয়া যাক-
কর্কট রাশি- এই রাশির জীবনে বড় পরিবর্তন হবে। কুবেরের আশীর্বাদে অর্থ প্রাপ্তি হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলাফল ভাল হবে। প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি থাকবে। আজ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির সুযোগ রয়েছে। ভবিষ্যতের জন্য অর্থ লগ্নি করতে পারেন। চাকরিজীবীদের জন্যও আজকের দিনটি ভাল।
বৃশ্চিক রাশি: বিশ্বকর্মা পুজোর শুভ ক্ষণে বৃশ্চিক রাশির অধিকারীরা নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। ধনলাভের প্রবল যোগ থাকছে আজ। যে কাজের দায়িত্ব নিতে অন্যেরা ভয় পাবেন, সেই কাজই আপনি সহজে করতে পারবেন। সহকর্মীদের সমর্থন ও সহযোগিতা আপনার সঙ্গেই থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
ধনু রাশি: আজ ধনু রাশির মানুষদের চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। কেরিয়ারে ভাল খবর আসতে পারে। টাকার ভাগ্য খুলবে। সঞ্চয় করতে পারবেন। নিজের দক্ষতার জোরে সময়ের আগে কাজ শেষ করতে পারবেন। অফিসে বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। প্রেম ও দাম্পত্য শান্তি থাকবে।
কুম্ভ রাশি- আজ আচমকা অর্থলাভের যোগ রয়েছে কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন। অফিসে সকলে আপনার প্রশংসা করবেন। চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। প্রেমের সম্পর্ক গভীর হবে। মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন।
