পৃথিবীর জুড়ে অনবরত কত বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। সমাজ মাধ্যমের যুগে যার আভাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। যা দেখে কখনও হাসির উদ্রেক হয়, কখনও বা দুঃখে ভারাক্রান্ত হয় মন। সম্প্রতি পর্তুগালে ঠিক তেমনই একটি ঘটনাটি ঘটেছে। যা নেটদুনিয়ায় ভাইরালের শিরোনামে উঠে এসেছে।
বাড়তি মেদ শরীরের জন্য মোটেই ভাল নয়। ওজন বাড়লে শরীরে বাসা বাঁধে অনেক জটিল রোগ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু কারওর অতিরিক্ত ওজনের চাপে অন্যজনের মৃত্যুর খবর শুনেছেন কখনও? হ্যাঁ, সম্প্রতি পর্তুগালের পোর্তো শহরের কাছে ক্যাম্পানহা এলাকায় তেমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গভীর রাতে অতিরিক্ত ওজনের এক মহিলা তাঁর স্বামীর ওপর পড়ে যান। আর স্ত্রীর চাপেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় স্বামীর।
আরও পড়ুনঃ ঘামের দুর্গন্ধে টেকা দায়? জানেন আপনার গায়ের গন্ধই বলে দিতে পারে শরীরে বাসা বেঁধেছে কোন রোগ?
স্ত্রী বিছানা থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারান এবং হঠাৎ স্বামীর গায়ে পড়ে যান। দুর্ভাগ্যবশত তিনি সরাসরি স্বামীর ওপর গিয়ে পড়েন এবং বিছানা ও দেয়ালের মাঝে আটকে যান। প্রায় ১০০ কেজি ওজনের চাপ সহ্য করতে পারেননি স্বামী। মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়েন ৫৯-এর ওই ব্যক্তি। প্রতিবেশীরা তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন এবং কয়েকজন মিলে স্ত্রীকে সরান। কিন্তু ততক্ষণে সব শেষ। শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অবস্থা হয় ওই ব্যক্তির। দ্রুত জরুরি মেডিক্যাল টিম পৌঁছলেও তাঁর প্রাণ বাঁচানো যায়নি।
আরও পড়ুনঃ পুজোর আগে ছিপছিপে চেহারা, জেল্লাদার ত্বক-চুল চান? সহজ কটি নিয়ম মানলেই হয়ে উঠবেন নজরকাড়া
পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে একটি 'অদ্ভুত দুর্ঘটনা' হিসেবে চিহ্নিত করেছে। তদন্তে কোনও অপরাধমূলক ইঙ্গিত পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ 'অকস্মিক শ্বাসরোধ'। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর থেকে গভীর শোকাহত অবস্থায় রয়েছেন স্ত্রী। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে মানসিক সহায়তা দিয়েছেন। শোকে বিহ্বল হয়ে পড়েছেন মৃতের পরিচিতরা। অনেকেই বিষয়টিকে অবিশ্বাস্য ও দুঃখজনক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু হয়েছে। কীভাবে এমন অদ্ভুত ঘটনা ঘটল তা নিয়ে কৌতূহলের শেষ নেই নেটাগরিকদের।
