আজকাল ওয়েবডেস্ক: যে কোনও গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন ১২টি রাশির উপর প্রভাব ফেলে। সময়ের ব্যবধানে প্রত্যেক গ্রহ স্থান পরিবর্তন করে, যা বিভিন্ন রাশির মানুষদের জীবনে শুভ কিংবা অশুভ প্রভাব বয়ে আনে। আজ ১৭ জানুয়ারি শুক্র স্থান পরিবর্তন করতে চলেছে চলেছে৷ শুক্র গ্রহ সম্পদ ও ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র উত্তর দিকে যাত্রা করবে, যা বেশ কয়েকটি রাশির জীবনে বিরাট বদল নিয়ে আসবে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে,জেনে নেওয়া যাক-
বৃষ রাশি- শুক্র বৃষ রাশির অধিপতি, তাই এই গ্রহের উত্তরমুখী গমন বৃষ রাশির জন্য লাভজনক হবে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পেশাগত উন্নতির পথ খুলে যাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে৷ স্বাস্থ্য আগের চেয়ে ভাল থাকবে।
তুলা রাশি- শুক্র গ্রহের প্রভাবে সুদিন ফিরবে তুলা রাশির। চাকরিজীবীরা অফিসে পদোন্নতি পেতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তারাও ভাল সুযোগ পাবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা কমবে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে।
মীন রাশি- মীন রাশির উপর শুভ প্রভাব ফেলবে শুক্র। যারা শিল্প, সঙ্গীত, লেখালেখি বা যে কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা সাফল্য পাবেন। আয় বাড়বে। অফিসে কাজের প্রশংসা পেতে পারেন৷ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে৷ পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
