জীবনে শান্তি, সমৃদ্ধি আর সুখ সকলেরই কাম্য। অনেক সময় কঠোর পরিশ্রম করেও সাফল্য পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, যার অন্যতম কারণ হতে পারে ঘরের ভেতরের পরিবেশ ও দিকনির্দেশের ভুল ব্যবহার। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, বাস্তু শাস্ত্রে এমন কিছু নিয়ম রয়েছে যা মানলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। তেমনই কয়েকটি বাস্তু টিপসের বিষয়ে জেনে নিন-
প্রধান দরজার দিকঃ বাস্তু অনুসারে, বাড়ির প্রধান দরজা উত্তর-পূর্ব দিকে হলে ইতিবাচক শক্তি সহজে প্রবেশ করে। এতে পরিবারের মধ্যে সমন্বয়, শান্তি ও আর্থিক উন্নতি হয়। অন্যদিকে যদি দরজা পশ্চিম বা দক্ষিণ দিকে হয়, তবে তা বাড়িতে অশান্তি, আর্থিক সংকট এবং মানসিক চাপ ডেকে আনতে পারে।
আরও পড়ুনঃ আজ মঙ্গলের নক্ষত্র পরিবর্তনে 'মালামাল' ৩ রাশি! উৎসবের মরশুমে টাকার বন্যা, সুখের সাগরে ভাসবেন কারা?
ঘরের রঙের প্রভাবঃ শুধু দরজা নয়, ঘরের রঙও জীবনে বড় প্রভাব ফেলে। শোওয়ার ঘরে হালকা নীল বা সবুজ রং ব্যবহার করলে মানসিক চাপ কমে, ঘুম ভাল হয় এবং সম্পর্ক দৃঢ় হয়। বসার ঘরে হলুদ বা ক্রিম রং আনন্দ, উৎসাহ ও ইতিবাচক ভাব বাড়ায়। কালো বা গাঢ় লাল রং বিশেষ করে শিশুদের ঘরে ব্যবহার না করাই ভাল। কারণ তা নেতিবাচক শক্তি টেনে আনে।
আসবাবপত্রের অবস্থানঃ ঘরের আসবাবপত্রও বাস্তু অনুযায়ী সাজানো জরুরি। ভারী আসবাব মাঝখানে না রেখে একপাশে বা দেওয়ালের সঙ্গে রাখা উচিত। ছড়িয়ে-ছিটিয়ে রাখা আসবাব ঘরের শক্তির সঞ্চালন বাধাগ্রস্ত করে, ফলে ঝগড়া-বিবাদ ও মানসিক অস্থিরতা বাড়তে পারে।

জলের উৎসঃ জলকে সমৃদ্ধির প্রতীক বলা হয়। তাই ঘরে অ্যাকুয়ারিয়াম, ফোয়ারা বা ট্যাঙ্ক থাকলে তা উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। এই দিকগুলো ধন-সম্পদ বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়। দক্ষিণ-পশ্চিম দিকে জলাধার থাকলে আর্থিক ক্ষতি বা বাধা আসতে পারে।
পরিচ্ছন্নতা ও আলোঃ বাস্তুতে ঘরের পরিচ্ছন্নতা ও আলোর গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখতে হবে। অন্ধকার বা অগোছালো জায়গা নেতিবাচক শক্তি বাড়ায়। তাই ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করানো উচিত। সকালের আলো ঘরে এলে তা মানসিক শান্তি ও সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
বিশেষজ্ঞদের মতে, এই সহজ কিছু বাস্তু টিপস মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি বাড়বে, মিলবে শান্তি, সুখ ও সমৃদ্ধি। অর্থনৈতিক উন্নতি থেকে পারিবারিক সৌহার্দ্য—সবকিছুতেই এর প্রভাব পড়তে পারে।
