বাস্তু শাস্ত্র মতে, রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকেই সমগ্র বাড়িতে শক্তি বা এনার্জির প্রবাহ ঘটে। তাই রান্নাঘরকে বাড়ির ‘হার্ট’  বলা হয়। বিশ্বাস করা হয়, রান্নাঘর যেমন অবস্থায় থাকে, তার প্রভাব বাড়ির সদস্যদের জীবনে পড়ে। পরিষ্কার-পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু রান্নাঘর যদি অপরিষ্কার বা বিশৃঙ্খল হয়, তবে তা বাড়ির সদস্যদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেক সময় অজান্তেই কিছু ভুল হয়, যা ক্ষতিকর হতে পারে—যেমন, রান্নাঘরে একসঙ্গে নুন এবং লাল লঙ্কার গুঁড়ো রাখা। বাস্তু শাস্ত্র বলে দেয়, এগুলি কোথায় রাখা উচিত।

নুন রাখার বাস্তু নিয়ম

নুন সংরক্ষণে বাস্তু শাস্ত্রের নিয়ম মানা শুভ বলে মনে করা হয়। সঠিকভাবে নুন রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমে। নুন সব সময় কাঁচের পাত্রে রাখার পরামর্শ দেওয়া হয়, এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। অন্য দিকে লোহা, প্লাস্টিক বা ধাতব পাত্রে নুন রাখা অশুভ, যা পরিবারে দুশ্চিন্তা, অশান্তি ও আর্থিক সমস্যার কারণ হতে পারে।

নুন দেওয়া-নেওয়ার নিয়ম

প্রতিবেশীকে কখনওই হাতে করে সরাসরি নুন দেওয়া উচিত নয়। বরং একটি পাত্রে দিয়ে দেওয়া উচিত। বাস্তু মতে, অন্য কারও কাছ থেকে নুন নেওয়া দারিদ্র্য ডেকে আনে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, নুনের পাত্র যেন কখনও খালি না থাকে। নুন শেষ হওয়ার আগেই নতুন নুন আনতে হবে। এছাড়া শুক্রবার নুনের কৌটো ভরার নিয়ম রয়েছে। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয়।

নুন, চিনি এবং লাল লঙ্কার গুঁড়ো একসাথে না রাখা

বাস্তু শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে নুন, চিনি এবং লাল লঙ্কার গুঁড়ো কখনও একসঙ্গে রাখা উচিত নয়। তিনটি উপকরণ আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। যদি এগুলো একই পাত্রে রাখা হয়, তবে পরিবারে কলহ, অশান্তি এবং দারিদ্র্য দেখা দেয়। অধিকাংশ বাড়িতে নুন- লাল লঙ্কার গুঁড়ো একসঙ্গে রাখা হয়, যা সম্পূর্ণ ভুল। বাড়ির শান্তি এবং সমৃদ্ধির জন্য এগুলো অবশ্যই আলাদা করে রাখা প্রয়োজন।

রান্নাঘরে হলুদ রাখার নিয়ম

হলুদ শুধু রান্নার উপকরণ নয়। এটি সৌভাগ্য, উন্নতি এবং শান্তির প্রতীক। তাই হলুদের পাত্র বিশেষ গুরুত্ব পায়। যেমন নুনের পাত্র খালি রাখা উচিত নয়, তেমনই হলুদের পাত্রও খালি রাখা যাবে না। বাস্তু মতে, হলুদের পাত্রে একটি মুদ্রা এবং তিনটি লবঙ্গ রাখা অত্যন্ত শুভ। এখানে হলুদ গুরু গ্রহের প্রতীক, মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক এবং লবঙ্গ ধনের প্রতীক। বিশ্বাস করা হয়, এই তিনটি একসঙ্গে রাখলে কখনোই বাড়িতে ধন, সুখ এবং শান্তির অভাব হয় না।