আজকাল ওয়েবডেস্ক: বাস্তুকলার প্রাচীন ভারতীয় বিজ্ঞান হল বাস্তুশাস্ত্র। জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্থতার জন্য বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত রয়েছে, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বাস্তু ক্রুটি। ঠিক একইভাবে বাস্তুর নিয়ম সঠিকভাবে মেনে চললেই আসে সাফল্য, কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন হয় সুখের। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, রোজকার কয়েকটি অভ্যাস পরিবর্তন করলে সহজে সাফল্য অর্জন সম্ভব। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-  

সকালে উঠে প্রথমে পূর্ব দিকের দরজা বা জানলা খোলার চেষ্টা করুন। পরে অন্য দিকের দরজা বা জানলা খুললেও চলবে। এতে সকালে পূর্ব দিকের রোদ্দুর ঘরে ঢুকবে এবং ঘর শুভ শক্তিতে ভরে থাকবে। এছাড়া আর্থিক দিকেও উন্নতি অব্যাহত থাকবে।

ঘরে কখনও জুতা বিছিয়ে রাখা উচিত নয়। এতে বাইরের অশুভ শক্তি ঘরে থাকে বলে বিশ্বাস করা হয়।

বাড়ির সব জায়গায় বেশি ছবি বা ক্যালেন্ডার টাঙানো উচিত নয়। যদি একান্তই ক্যালেন্ডার টাঙাতেই হয়, তাহলে ক্যালেন্ডার যেন বাতাসে না নড়ে সেদিকে খেয়াল রাখতে হবে । এতে বাড়িতে অশুভ শক্তি বৃদ্ধি পায়।

কথিত রয়েছে, স্নানের পর যদি জল অযত্নে পড়ে থাকে, তাহলে তা মানসিক চাপ বাড়ানোর কারণ হতে পারে।

বাড়িতে দুটো ঝাঁটা কখনও একসঙ্গে রাখতে নেই। এতে খুব বেশি পরিমাণে পারবারিক অশান্তি হতে পারে। একইসঙ্গে ঝাঁটা কখনো দক্ষিণ দিকে মুখ করে রাখা উচিত নয়। বাড়ির সদর দরজার পাশে ঝাঁটা রাখাও অশুভ বলে গণ্য হয়।

বাস্তু মতে, রান্নাঘর পরিষ্কার না রাখলে পরিবারে আর্থিক সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার পর নিয়মিত বাসনপত্র পরিষ্কার করতে হবে।