আজকাল ওয়েব ডেস্ক: আজ ৩১ অক্টোবর আলোর উৎসব দীপাবলি। দেশের কয়েকটি জায়গায় আগামীকাল ১ নভেম্বর দীপাবলি উৎসব পালিত হবে। একইসঙ্গে দীপান্বিতা অমাবস্যায় বাঙালীদের কালীপুজো। আজকের দিনে লক্ষ্মী গণেশ পুজোরও রীতি রয়েছে। হিন্দু ধর্ম মতে, দীপাবলির শুভ দিনে ঘরদোর পরিষ্কার করে সাজিয়ে রাখলে শুভ হয়। বিশেষ করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজকের দিনে বাড়ির ঠাকুরঘরের সাজ পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়ানোর জন্য বড় ভূমিকা পালন করে। তাহলে দীপাবলিতে কীভাবে দেবীর আরাধনা করলে মিলবে সৌভাগ্য? জেনে নিন।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণে ঠাকুরঘরের আসন রাখা উচিত। মনে করা হয়, এই দিকেই অবস্থান করেন দেবতা। শোওয়ার ঘরের উত্তর পূর্ব দিকেও পুজো করতে পারেন।
দীপাবলির দিন প্রদীপ, মোমবাতি জ্বালান দক্ষিণপূর্ব দিকে। ঘরের মন্দিরের উত্তর অথবা পূর্ব দিকেও রাখতে পারেন। কথিত রয়েছে, ঘরের পূর্ব দিকে প্রদীপ জ্বালালে পরিবারের সদস্যের স্বাস্থ্য ভাল থাকে আর উত্তর দিকের প্রদীপের আলো ঘরে আনে সম্পদ।
ঠাকুরের আসনের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাদা, হালকা নীল, হলুদের রঙে ঠাকুরের আসন সাজাতে পারেন। কোনও দেবদেবীর মূর্তি যেন ভাঙা না থাকে। আজকের দিনে স্বস্তিকা চিহ্ন সহ রঙ্গোলি তৈরি করলে শুভ বলে মনে করা হয়।
প্রসাদ নিবেদনের জন্য ব্যবহার করুন তামার বাসন। একইসঙ্গে ঘরে সুখ-সমৃদ্ধি আনতে তামার প্রদীপ ব্যবহার করুন। ঐতিহ্যগতভাবে তামা এমন একটি ধাতু, যা শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। দীপাবলিতে দেবী লক্ষ্মীর পূজায় এটি ব্যবহার করলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সারা বছর নিয়ে সৌভাগ্য।
