আজকাল ওয়েবডেস্ক: বাস্তব কখনও কখনও কল্পনাকেও হার মানায়। তেমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। এক গৃহবধূ দয়া করে নিজের প্রাক্তনকে থাকতে দিয়েছিলেন নিজের বাড়িতে। কিন্তু তারপর যা ঘটল তা স্বপ্নেও কল্পনা করেননি ওই বধূ।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেগান মেয়ার নামের এক মহিলা ভালবেসে বিয়ে করেন পুলিশকর্মী টাইলার নামের এক ব্যক্তিকে। তাঁরা মোট চার বছর একসঙ্গে ছিলেন। সেই সময় তাঁদের এক কন্যা সন্তান হয়। কিন্তু সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০২৩ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বিচ্ছেদের পর বাপের বাড়িতে ফিরে আসেন মেগান। সেখানেই স্কুলের বন্ধু মিচেল নামের এক যুবকের সঙ্গে আলাপ হয় মহিলার। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। মাত্র দু’মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মেগান।
নতুন করে সংসার পাতেন মেগান এবং মিচেল। তাঁদের কাছেই থাকতেন মিচেলের প্রাক্তন স্বামী টাইলার। মাঝেমধ্যে নিজের কন্যার সঙ্গে দেখা করতেও আসতেন। কিছুদিন পর তিনি মেগানকে জানান যে আলাদা ফ্লাটে থাকা অর্থনৈতিকভাবে কষ্টকর হয়ে উঠছে তাঁর পক্ষে। মেগান করুণার বশে প্রাক্তন স্বামীকে তাঁর বাড়িতে এসে থাকার আমন্ত্রণ জানান। প্রথম দিকে বর্তমান এবং প্রাক্তন স্বামীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কিন্তু অদ্ভুত ভাবে কিছুদিন যেতেই দু’জনের মধ্যে মারাত্মক ভাব হয়ে যায়। এতটাই বন্ধুত্ব হয়ে যায় দুই স্বামীর মধ্যে যে তাঁরা একে অপরকে ভাই বলে সম্বোধন করতে শুরু করেন। স্থানীয় সংবাদসংস্থাকে মেগান জানিয়েছেন, এখন সুখেই আছেন তাঁরা। তিনজন মিলে দুই সন্তানকে মানুষ করছেন। প্রাক্তন স্বামী এবং বর্তমান স্বামী একে অপরকে ভাই বলেই পরিচয় দেন।
