আজকাল ওয়েবডেস্কঃ নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন ১২টি রাশির উপর কোনও না কোনও উপায়ে প্রভাব ফেলে। আবার একই স্থানে একাধিক গ্রহের সংযোগে বিভিন্ন রাজযোগ তৈরি হয়। সম্প্রতি তেমনই শক্তিশালী ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। গত ১৫ জুন মিথুন রাশিতে সূর্যের গোচর হয়েছে। এই গোচরের ফলে সূর্য, বুধ এবং বৃহস্পতির সঙ্গে মিথুন রাশিতে এসেছে এবং ত্রিগ্রহী যোগ তৈরি করেছে। সূর্য, বুধ এবং বৃহস্পতি একসঙ্গে আসার ফলে বিশেষ পরিস্থিতি তৈরি করে যাকে গুরু আদিত্য রাজযোগ এবং ভদ্র যোগও বলা হয়। তিন গ্রহের মিলনে ত্রিগ্রহী যোগ ছাড়াও মিথুন রাশিতে গঠিত হয়েছে বুধাদিত্য রাজযোগ। এই সব শুভ যোগের প্রভাবে চলতি মাসে সৌভাগ্যের দরজা খুলবে চার রাশির। আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি উন্নতি হবে কেরিয়ারে, প্রেম জীবনে আসবে সুখ। তাহলে কাদের কপাল খুলতে চলেছে, জেনে নেওয়া যাক-
বৃষঃ ত্রিগ্রহী যোগে বৃষ রাশির সুদিন ফিরতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। কোনও বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন৷ তবে টাকাপয়সার লেনদেন বুঝেশুনে করতে হবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে উপার্জন বাড়তে পারে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মিথুনঃ জুনে ত্রিগ্রহী যোগ মিথুন রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে ভবিষ্যতে লাভ হবে এমন বড় বিনিয়োগ করতে পারেন। পৈতৃক সম্পত্তির মালিক হতে পারেন। অনেক দিনের আইনি ঝামেলা মিটে যাবে। সন্তানের থেকে সুসংবাদ আসতে পারে।
তুলাঃ ত্রিগ্রহী যোগের বড় প্রভাব পড়বে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে। অনেক দিনের ইচ্ছাপূরণ হতে পারে। অফিসে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
ধনুঃ বুধ, সূর্য ও বৃহস্পতির সংমিশ্রণে গঠিত ত্রিগ্রহী যোগ ধনু রাশির জন্য শুভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনে আরাম, বিলাসিতা বাড়বে। আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো ঋণ শোধ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
