আজকাল ওয়েবডেস্ক: বাংলা পঞ্জিকা অনুসারে আজ থেকে শুরু হল শ্রাবণ মাস। শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তাছাড়া বৃহস্পতিবার নারায়ণের দিন। তাই হরি-হরের আশীর্বাদ বর্ষিত হওয়াই স্বাভাবিক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র ঘর পরিবর্তন করবেন। মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গোচর করবেন চন্দ্র। এমতাবস্থায় আজকের দিনটি কোন কোন রাশির জন্য বিশেষ ভাবে ফলপ্রসূ হবে তা বলে দিতে পারে জ্যোতিষবিদ্যা। দেখে নেওয়া যাক আজকের দিনটি ভাল কাটবে কোন কোন রাশির?
মেষ
আজ মেষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অগ্রগতির দিন। আজ আপনার নেতৃত্বের ক্ষমতা বিশেষ ভাবে উজ্জ্বল হয়ে উঠবে। যাঁরা নতুন কোনও দায়িত্বের প্রত্যাশায় ছিলেন, তাঁরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। অফিসে আপনার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে। ব্যবসায়ও কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটি ইতিবাচক মোড় আসতে পারে, দীর্ঘদিনের প্রেম পরিণতি পেতে পারে আজ। দাম্পত্য জীবনে শীতলতা কাটিয়ে কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে।
বৃষ
আজ চঞ্চল মন শান্ত হবে। কর্মস্থলে কিছুটা চাপ থাকলেও সহজেই তা সামলে নিতে পারবেন। অর্থভাগ্য আজ বেশ মজবুত। হঠাৎ করেই অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থাগম কিংবা আর্থিক লাভ হতে পারে। যাঁরা কোনও দীর্ঘমেয়াদি কাজে হাত দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে আজ সুখবর আসতে পারে। দাম্পত্য এবং পারিবারিক জীবন বেশ আনন্দময় হবে। প্রেমে থাকলে কোনও নতুন সিদ্ধান্ত নেওয়ার দিকেও এগোতে পারেন। তবে সঙ্গীর মনের চাহিদার বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে যাবেন না।
কর্কট
আজকের দিনটিতে কর্কট রাশির জাতক-জাতিকারা নানা বিষয়ে ভাগ্যের সাহায্য পাবেন। বিশেষ করে পড়াশোনা, চাকরি এবং অর্থনৈতিক বিষয়ে। যাঁরা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে ইতিবাচক সাড়া আসতে পারে। চাকরির ইন্টারভিউ থাকলে, সাফল্যের সম্ভাবনা প্রবল। পারিবারিক পরিবেশে খুশির হাওয়া বইবে। বাড়িতে নতুন সদস্য আসতে পারে। আত্মবিশ্বাসে ভর করে আজ বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহমিকায় পরিণত না হয়।
সিংহ
সৃজনশীল কাজে যুক্ত সিংহ রাশির জাতকদের জন্য আজ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কোনও প্রজেক্টে হাত দিতে চাইলে আজই উপযুক্ত সময়। বিশেষ করে যাঁরা ছবি আঁকেন বা লেখালেখি করেন তাঁরা আর নতুন কাজের সুযোগ পাবেন। অন্যদিকে চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে কেবল প্রশংসাই পাবেন না, সেই সঙ্গে কর্তৃপক্ষের আস্থাও অর্জন করবেন। যাঁরা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের কাছেও আজ নতুন অর্ডার আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও আজ ভাগ্য অনুকূলে থাকবে। কোনও পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। তবে স্বাস্থ্যের দিক থেকে জ্বর এবং সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে।
তুলা
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি আশাতীত ইতিবাচক হবে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে, বাড়ির ছোট কারও কৃতিত্বে গর্বিত হবেন। যাঁরা পড়াশোনারত, তাঁদের ক্ষেত্রে আজ কোনও পুরনো চেষ্টার ফল মিলতে পারে। সন্তানের কোনও কাজে আশাহত হলে বকাঝকা করবেন না। কাছে ডেকে বোঝালে এবং তার মনের কথা বুঝতে পারল ভবিষ্যতের পথ সুগম হবে। তরুণ প্রজন্মের জন্য প্রেমে সুন্দর মোড় আসতে পারে, মনের মানুষ আজ বিশেষ কিছু বলতে পারেন।
এই প্রতিবেদনটি সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষনের উপর ভিত্তি করে প্রস্তুত। ব্যক্তিগত রাশিচক্র ভিন্ন ফল দিতে পারে।
