আজকাল ওয়েবডেস্ক: বিবাহিত জীবনকে সুখী করতে কী কী দরকার? এই প্রশ্নে সমাজে রয়েছে হাজারো মত, বইয়ের পাতায় উপদেশের পাহাড়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুরুর জ্ঞান! কিন্তু এক ভাইরাল ভিডিওতে এক বাঙালি মহিলা এমন তিনটি দাবি করেছেন, যা শুনে নেটদুনিয়া হেসে লুটোপুটি। ভিডিওতে তিনি বলেন— “স্ত্রীর সুখের জন্য তিনটে জিনিস দরকার— একটা সুন্দর শরীর, পয়সার জোর, আর এমন একজন স্বামী, যিনি স্ত্রীর কথামতো ওঠাবসা করবেন!”
প্রথম চাহিদা: সুন্দর শরীর। এখানে ‘সুস্থ’ নয়, ‘সুন্দর’ শব্দটির উপর বিশেষ জোর দিয়েছেন ওই মহিলা। তাঁর মতে, প্রতিটি নারী চায় যেন তিনি হন বিশ্বের সবচেয়ে মোহময়ী রমণী। আর এই চাওয়াই নাকি আজকের বিউটি আর ফিটনেস ইন্ডাস্ট্রির কোটি কোটি টাকার ব্যবসার পিছনের আসল চালিকা শক্তি।
দ্বিতীয় প্রয়োজন: সম্পদ। মানে সোজা কথায় টাকা-পয়সা। কারণ সুন্দর পোশাক, মেকআপ, ঘুরে বেড়ানো— এসব কিছুই তো টাকার খেলা।
তৃতীয় ও মজার দাবি: ‘অবাধ্য নয়, আজ্ঞাকারী স্বামী’। মহিলা বলেন, এমন এক স্বামী দরকার, যিনি স্ত্রীর ডাকে সঙ্গে সঙ্গে হাজির হবেন, কোনও তর্ক নয়, শুধু হ্যাঁ-হুজুর করে যাবেন!
নেটিজেনদের একাংশ এই তালিকাকে বলছেন ‘সত্যি কাহিনি’, কেউ আবার মজা করে লিখেছেন— “এই তিনটে মিলে গেলে তো স্ত্রী নয়, রানি হয়ে যাবেন!” ভিডিওটি এখন ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, ইউটিউব থেকে রিলস— স্ত্রীর চাহিদার এই হালকা-রসিক ব্যাখ্যা এখন নেটদুনিয়ার হট টপিক!
