আজকাল ওয়েব ডেস্ক: কথায় বলে, একবার ঋণের জালে জড়িয়ে পড়লে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। এমনকী পুরনো ঋণ শোধ করার জন্য নতুন ঋণ, আবার সেই নতুন ঋণ থেকে মুক্তি পেতে আরও টাকা ধার নিতে গিয়ে অনেকেরই জীবন জর্জরিত হয়ে যায়। স্বাভাবিকভাবেই সহজে ঋণ থেকে মুক্তি পেতে চান সকলেই। শুধু ঋণ নয়, আর্থিক সংকটেও ভোগেন অনেকে। আয়-ব্যয়ের ভারসাম্য না থাকায় সঞ্চয় হয় না মোটেই, প্রতি মাসেই যেন টান পড়ে পকেটে। আর টাকা-পয়সার সমস্যা থেকে মুক্তি পেতে কে না চায়! আর সেই সমাধানই এনে দিতে পারে বাস্তুর বিশেষ নিয়ম।  

জ্যোতিষশাস্ত্রে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বাস্তুর নিয়ম মানলে দূর হয় নেতিবাচক শক্তি। মিটে যায় সংসারে অর্থকষ্টও। তাহলে বাস্তুর কোন নিয়ম মেনে আপনার ঋণে জর্জরিত থাকার সমস্যা কিংবা আর্থিক সংকট কাটাবেন, জেনে নিন সেই বিষয়ে-

একটি কাচের পাত্রে ৭টি কয়েন, দু চামচ চিনি এবং ৭টি লবঙ্গ নিন। এবার এই পাত্রই আপনার বাড়ির ঠাকুরঘরে কিংবা ঘরের কোনও ভগবানের মূর্তির কাছে রেখে দিন। বাস্তুর নিয়ম মেনে পাত্রটি অন্তত ২১ দিন ঘরের দক্ষিণ-পূর্ব দিকে রাখলেই হাতেনাতে ফল পাবেন।

রোজকার জীবনে বহু ধরনের সমস্যা আমাদের অজান্তেই ঘিরে ধরে। যার সঙ্গে আপ্রাণ চেষ্টা করেও মোকাবিলা করা যায় না। আর তখনই লাভজনক হয় এই বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রের কাছে রয়েছে বিভিন্ন সমস্যা সমাধানের নানান চাবিকাঠি। এই শাস্ত্র অনুসারে, এমন কিছু ব্যবস্থা রয়েছে, যা অবলম্বন করলে জীবনে ইতিবাচক শক্তি আনা সম্ভব। শুধু অর্থকষ্ট নয়, সংসারে সার্বিকভাবে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা।