আজকাল ওয়েব ডেস্ক: কমলালেবুতে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন-সি। আর কে না জানে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন-সি এর জুড়ি মেলা ভার।
নিষ্প্রাণ শুস্ক ত্বকের যত্ন নিতে কমলালেবুর ভূমিকা অপরিহার্য। কমলালেবুতে আছে ভিটামিন সি যা ত্বকের পুষ্টির অন্যতম উপাদান। তবে শুধু কমলালেবু নয়, কমলালেবুর খোসাও ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। তাই কমলালেবু খেয়ে খোসা ফেলে দেবেন না। কারণ ওই খোসাতেই লুকিয়ে রয়েছে সমাধান।
বাজারচলতি নানা সংস্থার অরেঞ্জ ফেস সিরাম এখন সব জায়গায় পাওয়া যায়। কিন্তু সবার ত্বকে তা উপযোগী হয় না। বিভিন্ন রাসায়নিক এই সব সিরামে দেওয়া থাকে। তাই অনেকসময় খুব একটা উপকারও মেলে না। শুস্ক ত্বককে প্রানবন্ত করতে তাই বাড়িতেই এবার তৈরি করে ফেলুন ফেস সিরাম।
একটি গোটা কমলালেবুর খোসা গ্ৰেট করে নিন। প্যানে এক কাপ জলে দিয়ে পাঁচ মিনিট তা সেদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে ঢেলে তা ২০ মিনিট রেখে দিন। এতে খোসার সমস্ত গুণ জল শুষে নেবে। তারপর ঠান্ডা হয়ে গেলে সমস্ত মিশ্রণটি ছেঁকে নিতে হবে।
একটি আলাদা পাত্রে দু’চামচ লেবুর খোসা দিয়ে তৈরি জল দিন। এক চামচ গ্লিসারিন ও দু’চামচ অ্যালোভেরা জেল এতে মিশিয়ে দিন। সঙ্গে অবশ্যই একটি ভিটামিন-ই ক্যাপসুল কেটে দিন।
ভাল করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন। যদি মিশ্রণটি একটু পাতলা হয়ে যায়, প্রয়োজন মতো একটু বেশি অ্যালোভেরা জেল এতে দিতেই পারেন। ব্যস! ঘরোয়া পদ্ধতিতে তৈরি আপনার ভিটামিন-সি ফেস সিরাম। এরপর একটি এয়ার টাইট কৌটোয় মিশ্রণটি ঢেলে রাখুন। কৌটোটি কিন্তু সরাসরি সূর্যের আলোয় রাখবেন না। সিরামটি এক সপ্তাহ ফ্রিজে ঢুকিয়ে রাখুন।
ভাল ফলাফল পেতে রাতে ঘুমোতে যাবার আগে ড্রপারে করে সিরামের কয়েক ফোঁটা মুখে লাগিয়ে নিন। তারপর দু’ থেকে তিন মিনিট ম্যাসাজ করুন। তার বেশি নয়। দেখবেন আপনার শুস্ক নিস্তেজ ত্বক প্রাণবন্ত হয়ে উঠবে মাত্র ৭ দিনেই। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কমলালেবুর এই সিরাম ত্বকের স্বাস্থ্যের জন্য অনবদ্য।
