আজকাল ওয়েব ডেস্ক: পুজোয় তিনটে শাড়ি কিনেছেন।দুটি ব্লাউজই স্লিভলেস তৈরি করেছেন ও একটি ডিজাইনার। কিন্তু পরতে গিয়ে পরলেন সেই  হাতা দেওয়া ডিজাইনার ব্লাউজটিই।একইভাবে স্লিভলেস ওয়ান পিসের সঙ্গে একটা শ্রাগ কিনেছেন। কারণ সেই একটিই।আন্ডারআর্মের কালচে ভাবের জন্য স্লিভলেস কিছু পরার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। রাস্তায় মন মতো চলাফেরায় বা হাত তুলতেও অস্বস্তিতে পড়তে হয় বার বার।এই সমস্যা খুবই সাধারণ ঘটনা। লজ্জায় অনেক সময় তার প্রকাশ্যে বলা যায় না। কিন্তু লুকিয়ে রাখার পরিবর্তে সমাধান করার কথা ভাবতে হবে। কীভাবে বগলের কালো ছোপ দূর করবেন তা চিন্তা করুন।

অপরিচ্ছন্নতা, ত্বকের সমস্যা ও কিছু ক্ষেত্রে বংশগত কারনেও আন্ডারআর্মে এই কালচে ভাব হয়ে যায়। তাছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ডায়বেটিস, অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ডিওডরেন্ট ব্যবহার, অতিরিক্ত ঘাম হওয়া ,হেয়ার রিমুভিং ক্রিমের ব্যবহার বা ঘন ঘন ওয়্যাক্সিং-এর কারণেও এই কালচে ভাবের সৃষ্টি।আন্ডারআর্ম পরিষ্কার করতে অনেকেই রেজার ব্যবহার করেন। তার থেকেও ত্বকে জ্বলুনি, প্রদাহ, র‍্যাশ ইত্যাদি হয় এবং তা সেরে যাওযার পরই ওই স্থান কালো ভাব থেকে যায়।

দামী কোম্পানির ক্রিম ব্যবহার বা মেকআপ করে কালচে স্থান ঢাকার চেষ্টা করেও বিফল হচ্ছেন বার বার?উপকার কিছু না মিললে এবার ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন।

একটি পাত্রে দুই চামচ চালের গুঁড়ো,এক চামচ মধু ও কফি দিন। সামান্য দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ঘন করে আন্ডারআর্মে লাগিয়ে রাখুন।১০ মিনিট পর আলতো করে ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এই পদ্ধতিটি দুই থেকে তিন দিন ব্যবহার করলে কালচে ভাব চলে গিয়ে আপনার আন্ডারআর্ম হবে মসৃন ও ফর্সা। মনে রাখবেন, অ্যালকোহল যুক্ত ডিওডোরেন্ট ও ওয়াক্সিং এর ক্রিম বেশি ব্যবহার করবেন না।নিজের পছন্দের স্লিভলেস ড্রেসটি এবার অনায়াসেই পরতে পারেন।