আজকাল ওয়েব ডেস্ক: মাথায় চিরুনি ঠেকাতেই উঠে আসছে গোছা গোছা চুল। স্নানের পর বাথরুমের পাইপ চুলে ভর্তি হয়ে যাচ্ছে। সমাধান খুঁজতে নিয়মিত শ্যাম্পু, স্পা, রকমারি ট্রিটমেন্ট বাদ নেই কিছুই। তবুও চুল পড়ার সমস্যা থেকে মিলছে না মুক্তি। খানিকটা নিজের সঙ্গে মিল পাচ্ছেন? তবে শুধু আপনিও নন, বর্তমানে এই সমস্যায় ভুক্তভোগী সব বয়সের মানুষেরাই। তবে চুল পড়ার জন্য শুধু বাহ্যিক যত্নের প্রয়োজন নিলেই চলে না, শরীরের ভিতর থেকে চর্চা করতে হবে। তবে জানেন কি চুল পড়ার সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে একটি পাতা? আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক:

চুল পড়া কমাতে দারুণ কাজ করে সজনে পাতা। হ্যাঁ, সকলের পরিচিত এই পাতাই চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। তাই যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে দু-তিনটে সজনে পাতা ভাল করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন। কয়েক দিনের মধ্যে ফল দেখতে পাবেন। 

পুষ্টিগুণে ভরপুর সজনে পাতা। এতে রয়েছে আয়রন, ভিটামিন এ, বি, সি, অ্যামাইনো অ্যাসিড, বায়োটিন। যা স্ক্যাল্পে কোলাজেন তৈরি করে। চুল পড়া রোধ করে। একইসঙ্গে চুলের জেল্লা বাড়ায়। 

সজতে পাতার বেশ কয়েকটি প্যাক লাগালেও উপকার পাবেন। যার জন্য একটি পাত্রে ২ টেবিল চামচ সজনে পাতার গুঁড়ো নিন। তার মধ্যে ২ টেবিল চামচ আমন্ড অয়েল মেশান। সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। তা স্ক্যাল্পে ও চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এছাড়া সজনে পাতার সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখতে পারেন। আবার একটি পাত্রে পরিমাণ মতো জলে সজনে পাতা দিয়ে ফুটিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন।