আজকাল ওয়েবডেস্ক: সুন্দর, সাদা ঝকঝকে দাঁত কে না চায়? ‘মুক্তোর মতো হাসি’-এই প্রশংসা পেয়ে মন যে ভাল হয়ে যায় সকলের। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে দাঁতে হলুদ ছোপ পড়ে। যা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, দাঁতের স্বাস্থ্য ঠিক রাখা খুবই জরুরি। দাঁতের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হল দাঁতে এক ধরনের হলুদ বা বাদামি রঙের প্রলেপ দেখা যায়। যাকে দাঁতে পাথর পড়া অর্থাৎ ইংরেজিতে টার্টার বা ক্যালকুলাস। আসলে আমাদের মুখের ভিতর জীবাণু, খাদ্য কণা আর থুতুর মধ্যে থাকা প্রোটিন একসঙ্গে মিলে তৈরি করে প্লাক। এই প্লাকই ঠিকমতো পরিষ্কার না করলে মিনারেলসের সঙ্গে মিশে স্তরের উপর স্তর তৈরি করে। যা শক্ত হয়ে ক্যালকুলাস বানায়। দাঁতের এই ধরনের সমস্যায় অনেকেই ভোগেন। কিন্তু জানেন কি দাঁত পরিষ্কার করার জন্য সবসময় যে অনেক বেশি খরচ করতে হয়, তেমনটা নয়। ঘরে বসেই আপনি দাঁতের হলুদ ছোপ তুলে ফেলতে পারেন। সাফাই করতে পারেন পাথর। জেনে নিন কী উপায়ে তা সম্ভব।
একটি পাত্রে এক চামচ কফি নিন। তার মধ্যে একে একে ১ টেবিল চামচ টুথপেস্ট, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২ টেবিল চামচ লেবু যোগ করুন। সবকিছু একসঙ্গে খুব ভাল করে মিশিয়ে নিন। ব্রাশে এই মিশ্রণটি নিয়ে সপ্তাহে অন্তত তিন বার দাঁত মাজুন। মাত্র ২ মিনিট ব্রাশ করলেই ফল দেখতে পাবেন।
কফি প্রাকৃতিকভাবে দাঁতে জমে থাকা নোংরা দূর করে। দাঁতকে ঝকঝকে করে তুলতে সাহায্য করে। অলিভ অয়েল মাড়ি ও দাঁতের স্বাস্থ্যের যত্ন নেয়। লেবুর মধ্যে রয়েছে অ্যাসিটিক উপাদান যা দাঁতকে সাদা রাখতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে থাকা অ্যান্টিসেপটিক দাঁত ভাল রাখে।
