আজকাল ওয়েব ডেস্কঃ নিয়মিত দাঁত মাজলেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। নানা কারণে হতে পারে এই সমস্যা। বদহজম, মুখের মধ্যে সংক্রমণ, মাড়ির ইনফেকশন আবার অনেক সময় বিশেষ কিছু খাবার খেয়েও কুলকুচি করে মুখ না ধুলে মুখে গন্ধ হয়। বিষয়টি ভীষণই অস্বস্তিকর। সবার মাঝখানে কথা বলতে বা নিজের কাছেও বিষয়টি একেবারেই ভাল লাগার নয়। আবার অনেকে ধূমপান বা মদ্যপানের পর ব্রাশ করলেও বাজে গন্ধ থেকেই যায়। 
সমস্যা থাকলে তার সমাধানও নিশ্চয়ই আছে। হতাশ না হয়ে বাড়িতে হাতের সামনেই রয়েছে ঘরোয়া কিছু জিনিস যা সহজেই দুর্গন্ধ দূর করে আপনার দাঁতকে সাদা ও মজবুত করবে। দাঁত হবে ভেতর থেকে পরিষ্কার ও জীবাণুমুক্ত। জেনে রাখুন কীভাবে বানাবেন এই ঘরোয়া পেস্ট। পেস্টের সঙ্গে এইসব উপাদান মিশিয়ে নিয়ে ব্রাশ করুন। উপকার মিলবে সহজেই। ভাল ফলাফল পেতে দু'বেলা ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।

একটি কাচের জারে দু'চামচ করে লবঙ্গগুঁড়ো ও আদা গুঁড়ো নিন। এখন বাজারে রেডিমেড আদা ও লবঙ্গ গুঁড়ো পাওয়া যায়। সঙ্গে দিন বেশ কিছুটা রোজকার ব্যবহারের পেষ্ট। সব উপকরণগুলো খানিকটা জল দিয়ে একটু করে মেশাতে থাকুন। জল একদম পরিমাণ মতো দিতে হবে যাতে থকথকে পেস্টের মতো মিশ্রন তৈরী হয়। এই মিশ্রণটি আপনি দু'মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন। 

লবঙ্গতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখে দুর্গন্ধ তৈরি করা জীবাণুদের সঙ্গে লড়াই করে ও দুর্গন্ধ দূর করতে পারে সহজেই। তাছাড়া আছে ইউজেনল নামক উপাদান যা একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক। এটি মুখের খারাপ ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না। মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যা থেকে দাঁতের যন্ত্রণা ঘরোয়া টোটকা হিসেবে লবঙ্গ বেশ কাজের। লবঙ্গ দাঁতের ব্যথা উপশম এবং অসাড় করে দেয়, যা দাঁতের ব্যথা নিরাময়ে সহায়ক।
আদাতে উপস্থিত অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান হজমে সাহায্য করে ফলে মুখে বাজে গন্ধও হতে দেয় না।