আজকাল ওয়েব ডেস্ক: পুজোয় জেল্লাদার ত্বক পেতে চান প্রত্যেকেই। তাই তো পুজো আসার বেশ কিছুদিন আগেই পার্লারে যাতায়াত করতে হয়।টাকাও খরচ করেন প্রচুর। সারাবছরই কাজের ব্যস্ততায় বাইরে ঘুরে ত্বকে কালো দাগ ছোপ থাকে। নিষ্প্রাণ শুস্ক ত্বকের কারণে মনও খারাপ থাকে। অগত্যা পার্লারে হাজার খানেক টাকা শেষ করে কিছুটা সামলে নেওয়া যায়। কিন্তু সঠিক যত্নের মধ্যে না রাখলে তো সেই পুরনো অবস্থায় ফিরে আসবে আপনার ত্বক।বরং পুজোর কয়েক মাস আগে থেকে বাড়িতে নির্দিষ্ট কিছু ব্যবহার করে দেখুন না।ত্বকের যত্ন নিলে উপকার পাবেন আরও বেশি।

বাইরে দামি কোম্পানির ত্বক ফর্সা ও উজ্জ্বল করার প্রতিশ্রুতি দেওয়া যেসব ক্রিম পাওয়া যায়, তাদের দামও প্রচুর আর তেমন ভালো উপকারও চোখে পড়ে না। বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রয়েছে ওইসব ক্রিমে। ঘরোয়া পদ্ধতিতে যদি তৈরি করে নিতে পারেন এমন এক ক্রিম তবে কেমন হয়? পার্লারে যাওয়ার সময় বাঁচবে সঙ্গে খরচ হবে না একগাদা টাকা।এই ঘরোয়া উপাদানে তৈরি ক্রিমকে ব্যবহার করতে শুরু করুন।ত্বকের পরিবর্তন দেখে অবাক হবেন, নিজের উপর থেকে চোখ সরাতে পারবেন না।

এই ক্রিমটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে দু'চামচ ধুয়ে রাখা চাল ও চার -পাঁচটি আমন্ড।এই দুই জিনিসকে সামান্য জল দিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখুন। ভাল মতো ভিজে গেলে আমন্ডের খোসা ছাড়িয়ে নিতে হবে।চালের জল ঝরিয়ে নিন।চাল ও আমন্ডগুলোকে মিক্সারে মিহি করে পেস্ট করুন।একটি বাটিতে সম্পূর্ণ মিশ্রনটি ছেঁকে নিন। এতে তিন চামচ অ্যালোভেরা জেল দিন। সঙ্গে দিন এক চামচ গ্লিসারিন এবং দু'টি ভিটামিন ই ক্যাপসুল। ভাল করে মিশিয়ে নিন মিশ্রণটি।একটি ঘন ক্রিমের মতো তৈরি হয়ে গেলে কাচের জারে রাখুন।১৫-২০ দিন মিশ্রণটি রাখতে পারবেন।

সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের ত্বকে ভাল করে ম্যাসাজ করুন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এই ক্রিম। মুখের কালচে দাগ ছোপ চলে গিয়ে ত্বক হবে উজ্জ্বল ও মসৃন।সবার নজর আপনার ত্বকের উজ্জ্বলতায় আটকে যাবেই।

ত্বকের পরিচর্যা করার জন্য সব সময়ে দামি দামি ক্রিম মাখার প্রয়োজন নেই।এমনকী পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করাও অনর্থক। তার চেয়ে বরং বাড়িতে সাধারণ উপায়ে ত্বকের যত্ন নিন এবং স্বাস্থ্যকর জীবনশৈলী মেনে চলুন। তাতেই উপকার পাবেন।