আজকাল ওয়েব ডেস্ক: চুল পড়া এখন প্রত্যেকটি মানুষের কাছে সবথেকে বড় সমস্যা।বাড়িতে যদি আপনি চুলের সামান্য যত্নও না নেন, তাহলে কিন্তু চুল খারাপ হতেই থাকবে।চুল পড়ার সমস্যাও বাড়বে। চুল উঠে মাথার সামনে ফাঁকা হয়ে ও চুল রুক্ষ হয়ে যাওয়া খুবই সাধারণ ঘটনা।তাই চুলের যত্ন নিতে হবে একটু অন্যভাবে।
ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালশিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড, স্যাপোনিন্স এবং ফ্ল্যাভনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ মেথি চুলের সবধরনের সমস্যার সমাধান করে।
তাই যারা চুল পড়ার সমস্যায় ভুক্তভোগী, তারা অবশ্যই মেথি ব্যবহার করুন।
মেথি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে।মেথির অ্যান্টিফাঙ্গাল গুণাবলী খুশকি দূর করতে সাহায্য করে।মেথি চুলকে ঝকঝকে ও উজ্জ্বল করে তোলে। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং নতুন চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।এই মেথি দিয়ে ঘরোয়া উপায়ে তৈরি করুন হেয়ার সিরাম।আপনার চুলের স্বাস্থ্য ফিরবে মাত্র সাতদিনে।
তিন চামচ মেথিকে আগেরদিন সারা রাত ভিজিয়ে রাখুন।পরের দিন মেথি ভেজানো জল সহ মেথি প্যানে ঢেলে দিন।ভাল করে ফোটান যতক্ষণ পর্যন্ত না জল ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে। ঠান্ডা করতে দিন।ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন।সেই জলে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিন। সম্পূর্ণ মিশ্রনটিকে ভাল মতো তৈরি করতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈরি আপনার মেথির হেয়ার সিরাম।মেথির মধ্যে রয়েছে লেসিথিন নামক একটি উপাদান, যা চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমায়।
রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল সরিয়ে চুলের ত্বকে ভাল করে লাগিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন।মেথির এই সিরাম আপনার চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত।চুলকে মজবুত ও ঘন করতে এর জুড়ি নেই।
