আজকাল ওয়েব ডেস্কঃ   বাইরে গরমের দাপট চলছেই।রোদে ঘর থেকে বেরিয়ে গেলে চামড়ায় জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিন্তু তাই বলে কী ঘরে বসে থাকবেন?সারা দিনের ব্যস্ততায় ত্বকের যত্ন নেওয়ার খুব বেশি সময় পাওয়া যায় না।মাসের শেষে ফেশিয়াল, আর খুব বেশি হলে সময়-সুযোগ পেলে দু’-চারটে ঘরোয়া উপায়ে যত্নআত্তি। ত্বকের যত্নের অবহেলায় ত্বকে একটু বলিরেখা পড়লেও মনখারাপ হয়ে যায়। ঝকঝকে উজ্জ্বল ত্বক চাই, অথচ  কম সময়ও লাগবে।এমন উপায়ের কথা জানা আছে কী? সমাধান হবে এক নিমিষেই। একটি উপাদান যা আপনার ত্বকের সব ধরনের সমস্যায় ব্রম্রাস্ত্র  হিসেবে কাজ করবে।
অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ কম বেশি আমাদের সকলের বাড়িতেই টবে লাগানো থাকে।এই ভেষজ গাছটির গুনাগুন প্রচুর। শুধুই ত্বকের যত্নের ক্ষেত্রে নয়, শুষ্ক ত্বক, ফাটা গোড়ালি, খুশকি থেকে শরীরের মেদ ঝরানো সবেতেই ঘৃতকুমারীর ব্যবহার রয়েছে। কাটাছেঁড়া, পোড়াতেও চটজলদি উপকার মেলে।এই অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েকটি ঘরোয়া উপাদান মিশিয়ে নিলেই ত্বক হবে উজ্জ্বল।

প্রথমে অ্যালোভেরা গাছের মোটা পাতা কেটে ভাল করে ধুয়ে নিন। একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন পাতাগুলি।
এবার পাতার দু’পাশে যে কাঁটা থাকে, ছুরির সাহায্যে তা লম্বা করে খুব সাবধানে কেটে নিন। ছুরির সাহায্যে পাতার মাঝখান থেকে লম্বা করে কেটে নিন।
 একটি চামচের সাহায্যে পাতার নির্যাস কেটে বার নিন। তবে খেয়াল রাখবেন এই জেল বার করার সময়ে পাতার কোনও অংশ যেন না থাকে।
ব্লেন্ডারে কেটে বের করা সম্পূর্ণ পাতার নির্যাসটি দিয়ে দিন। সঙ্গে একটু জল দিয়ে ভাল মতো ব্লেন্ড করে নিন। আপনার ঘরোয়া অ্যালোভেরা জেল তৈরি। একটি পরিস্কার কৌটোয় তৈরি করা জেলটি সংরক্ষণ করুন।
এবার একটা ছোট বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিন।তার সঙ্গে দুই চামচ চালের গুঁড়ো ও এক চামচ মধু দিন। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি তুলোয় গোলাপ জল লাগিয়ে প্রলেপ তুলে দিন। ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।এই প্রক্রিয়ায় মুখের শ্যামলা রঙ চলে গিয়ে ত্বক ভেতর থেকে দ্বিগুণ উজ্জ্বল হয়। সপ্তাহে তিনদিন ব্যবহার করুন এই প্যাক।
অ্যালোভেরা শুস্ক ত্বককে প্রানবন্ত বানায়।সান বার্ন থেকে শুরু করে ব্রণ, ব্ল্যাকহেডসের সমস্যা।সবেতেই একটাই উপায় অ্যালোভেরা।