আজকাল ওয়েবডেস্ক: গোলাপ ফুল ভালবাসেন না এমন মানুষ বিরল। অনেকেই সাধ করে বাড়ির বাগানে কিংবা টবে গোলাপ গাছ বসান। কিন্তু গোলাপ গাছে ফুল আসা নাকি সহজ কথা নয়! গাছ বেড়ে উঠলেও ফুল হতেই চায় না! আর এই সমস্যারই সমাধান পেতে পারেন ঘরোয়া টোটকায়। ঘরে তৈরি এই জৈব সার দ্রুত গোলাপ গাছে ফুল ফোটাতে সাহায্য করে।
উপকরণ: এক মুঠো আদা, এক চামচ চিনি, হাফ চামচ সাদা ভিনিগার, হাফ লিটার জল।
প্রস্তুত প্রণালী: একটি পাত্রে হাফ লিটার জলে কাটা আদা, চিনি এবং ভিনিগার মিশিয়ে নিন। পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত ভাল করে নাড়তে থাকুন। পুষ্টিগুণ সমৃদ্ধ এই দ্রবণটি গাছের বৃদ্ধিতে এবং ফুল ফোটাতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন: দ্রবণটি ছেঁকে গোলাপ গাছের গোড়ায় ঢেলে দিন। একটি স্প্রে বোতলে দ্রবণটি ভরে পাতা এবং কাণ্ডের উপর স্প্রে করতে পারেন। খুব ভাল ফল পাওয়ার জন্য সপ্তাহে একবার বা দু'বার এই সারটি ব্যবহার করুন।
আদাতে এমন পুষ্টি উপাদান রয়েছে যা গাছের শিকড়কে শক্তিশালী করে তোলে এবং মাটির ছত্রাক দূর করে। চিনি গাছে শক্তি সরবরাহ করে, সঙ্গে দ্রুত গাছ বেড়ে উঠতে সাহায্য করে। ভিনিগার মাটির পিএইচ স্তরে ভারসাম্য রাখে। গাছে প্রয়োজনীয় পুষ্টি শোষণেও সহায়তা করে।
এই সারটি ব্যবহার করলে কয়েক দিনের মধ্যে লক্ষ্য করবেন, গোলাপ গাছের পাতা গাঢ় সবুজ হয়ে যাচ্ছে এবং নতুন কুঁড়ি গজাচ্ছে। তবে এই দ্রবণের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। একইসঙ্গে গোলাপ গাছে যদি বেশ অনেকদিন ফুল না আসে, তাহলে মাটি পরিবর্তন করে দেখতে পারেন।
