আজকাল ওয়েবডেস্কঃ রোদে পোড়া দাগ, মুখের অবাঞ্ছিত রোমের গাঢ় রেখা হালকা করতে অনেকেই ব্লিচ করান। মুখে চটজলদি জেল্লা আনতে চাইলে ফেসিয়াল করানোর আগে ব্লিচ করিয়ে নেওয়ার পরামর্শ দেন স্যালোঁকর্মীরা। কিন্তু ঘন ঘন রাসায়নিকযুক্ত ব্লিচ ব্যবহার করলে ত্বকে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঘরোয়া উপায়ে তৈরি ব্লিচ। সপ্তাহে একদিন সেই প্যাক ব্যবহার করলেই ত্বকে আসবে গোলাপী আভা। দাগছোপ দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
অর্ধেক করে বিট ও আলুর টুকরো ব্লেন্ডারে দিন। সঙ্গে দিন কয়েক টুকরো টমেটো ও খোসা সমেত অর্ধেক লেবুর টুকরো। সমস্ত উপকরণ ভাল করে ব্লেন্ড করে মিশ্রণটি ছেঁকে নিন। এর মধ্যে এক চামচ বেসন ও টকদই দিন। খুব ভাল করে মিশিয়ে নিন। মুখের সব জায়গায় এই মিশ্রণটি লাগাতে পারেন। এই প্রাকৃতিক ব্লিচ ব্যবহার করলে ত্বক পরিষ্কার হয়ে নিমেষে দাগছোপ দূর হয়ে যাবে।
বিটে রয়েছে ভরপুর ভিটামিন সি, যার জন্য বিট ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমায় ও ব্রণের প্রবণতা প্রতিরোধ করে। বিটের রস ত্বকে ব্রণর দাগ, বলিরেখা ও কালো ছোপ দূর করতে কাজে আসে। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন সি মেলানিন উত্পাকদন কমাতে ও হাইপারপিগমেন্টশন কমাতে সাহায্য করে। বিটের রস নিয়ম করে খেলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়। আলুতে রয়েছে ফাইবার, ভিটামিন-সি, বি-৬, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আলুও ত্বকের জন্য ভীষণ উপকারি। এটি ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের দাগছোপ দূর করে।
