আজকাল ওয়েবডেস্কঃ গত কয়েক দশকে হু হু করে বেড়েছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এক সময় মনে করা হত ডায়াবেটিস বয়স্কদের রোগ। কিন্তু বর্তমানে ৩০ পেরতে না পেরতেই ভোগাচ্ছে ব্লাড সুগার। নেপথ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ একাধিক কারণ। শরীরে শর্করার পরিমাণ বাড়তে শুরু করলে আরও অনেক জটিল সমস্যা বাসা বাঁধে। এই রোগটি তখনই হানা দেয় যখন আমাদের শরীর কম ইনসুলিন তৈরি করতে শুরু করে অথবা সেই ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। তাই আগে থেকে ডায়াবেটিসের লক্ষণ বোঝা জরুরি। শরীরে উচ্চ ব্লাড সুগারের কিছু উপসর্গ রাতে দেখা যায়। যা ঠিক সময়ে চিহ্নিত করলে প্রাথমিক অবস্থাতেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা যায়। 

১. অতিরিক্ত তৃষ্ণা এবং শুষ্ক মুখঃ ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ হল ঘুমের মধ্যে বার বার গলা শুকিয়ে যাওয়া এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া। তাই রাতে আপনার খুব তৃষ্ণার্ত বোধ হলে কিংবা গলা শুকিয়ে গেলে সতর্ক হন। 

২. মাথাব্যথাঃ ডায়াবেটিসের কারণে রাতে ঘুমের সময় তীব্র মাথাব্যথা হতে পারে। যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। এটিও রক্তে উচ্চ শর্করার একটি প্রধান লক্ষণ।

৩. বার বার প্রস্রাবঃ যদি মূত্র ত্যাগের কারণে আপনাকে রাতে বার বার উঠতে হয় এবং সকালে ক্লান্ত অনুভব করেন, তাহলে সেটি ব্লাড সুগার বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। আসলে শরীর মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ বার করে দেওয়ার চেষ্টা করে। 

৪. বমি বমি ভাব, ক্লান্তিঃ রাতে ঘুম ভেঙে গেলে যদি ক্লান্ত লাগে, তাহলে তা শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার জন্য হতে পারে। বিপাকক্রিয়ায় ভারসাম্য না থাকলে এমনটা হতে পারে। রাতে যদি গা গুলিয়ে ওঠে, বা বমি-বমি ভাব দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এগুলি ডায়াবেটিসের কারণে হতে পারে।

৫. ঝাপসা দৃষ্টিঃ শরীরে যখন বেশি গ্লুকোজ তৈরি হতে শুরু করে, তখন ব্লাড সুগারের মাত্রা বেড়ে যায়। এর ফলে ঝাপসা দৃষ্টির সমস্যা হতে পারে।